জ্বি হুজুর
জাকির হোসেন রাজু পরিচালিত ২০১২-এর চলচ্চিত্র
জি হুজুর বাংলা ভাষায় নির্মিত একটি বাংলাদেশী নাটক। এটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু । এতে অভিনয় করেছেন সাইমন সাদিক, সারা জেরিন, জেমি, আনান, কাজী হায়াত, আব্বাস উল্লাহ শিকদার, নাসরিন ও অনামিকা। [১] [২] এই ছবিটি ছিল সাইমন সাদিক ও সারা জেরিনের প্রথম চলচ্চিত্র।
জ্বি হুজুর | |
---|---|
পরিচালক | জাকির হোসেন রাজু |
প্রযোজক | আব্বাস উল্লাহ সিকদার |
রচয়িতা | জাকির হোসেন রাজু |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার |
|
চিত্রগ্রাহক | হাসান আহমেদ |
সম্পাদক | তৌহিদ হোসেন চৌধুরী |
প্রযোজনা কোম্পানি | আনন্দমেলা চলচ্চিত্র লিঃ |
পরিবেশক | আনন্দমেলা চলচ্চিত্র লিঃ |
মুক্তি | ১৩ এপ্রিল ২০১২ |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ নবীন শিল্পীদের নিয়ে 'জী-হুজুর'। Daily Janakantha। ২৪ সেপ্টেম্বর ২০১০। ২০১৩-১২-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০১০।
- ↑ ১৩ এপ্রিল থেকে জী হুজুর। dhakanews24.com। ১৯ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১২।