জোসে এলবের পিমেন্তেল দা সিলভা

ফুটবলার

জোসে এলবের পিমেন্তেল দা সিলভা (পর্তুগিজ: Élber; জন্ম: ২৭ মে ১৯৯২; এলবের নামে সুপরিচিত) হলেন একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জাপানের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর জে১ লিগের ক্লাব ইয়োকোহামা মারিনোসের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২][৩] তিনি মূলত বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় এবং আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

এলবের
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম জোসে এলবের পিমেন্তেল দা সিলভা
জন্ম (1992-05-27) ২৭ মে ১৯৯২ (বয়স ৩১)
জন্ম স্থান পাসো দে কামারাগিবে, আলাগোয়াস, ব্রাজিল
উচ্চতা ১.৭০ মিটার (৫ ফুট ৭ ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ইয়োকোহামা মারিনোস
জার্সি নম্বর
যুব পর্যায়
২০০৭–২০১১ ক্রুজেইরো
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১১–২০১৭ ক্রুজেইরো ১০৯ (৯)
২০১৪কুরিতিবা (ধার) ১৭ (০)
২০১৫রেসিফে (ধার) ৩৮ (১০)
২০১৮–২০২০ বাইয়া ১৫২ (১৮)
২০২১– ইয়োকোহামা মারিনোস ৩১ (৫)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৮:৪৭, ৩১ মার্চ ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

জোসে এলবের পিমেন্তেল দা সিলভা ১৯৯২ সালের ২৭শে মে তারিখে ব্রাজিলের আলাগোয়াসের পাসো দে কামারাগিবেতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "選手・スタッフ – 横浜F・マリノス 公式サイト" [খেলোয়াড় / কর্মকর্তা – ইয়োকোহামা এফ মারিনোস]। f-marinos.com (জাপানি ভাষায়)। ইয়োকোহামা, কানাগাওয়া, জাপান: ইয়োকোহামা মারিনোস। ৩০ মার্চ ২০২২। ২৯ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২২ 
  2. "選手・スタッフ – 横浜F・マリノス 公式サイト" [২০২২ খেলোয়াড় / কর্মকর্তা – দল – ইয়োকোহামা এফ মারিনোস]। f-marinos.com (ইংরেজি ভাষায়)। ইয়োকোহামা, কানাগাওয়া, জাপান: ইয়োকোহামা মারিনোস। ৩০ মার্চ ২০২২। ২৯ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২২ 
  3. "Yokohama F. Marinos – J.LEAGUE" [ইয়োকোহামা এফ মারিনোস – জে. লিগ]। jleague.co (জাপানি ভাষায়)। জাপান: জে লিগ। ৩০ মার্চ ২০২২। ২৯ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০২২ 

বহিঃসংযোগ সম্পাদনা