জোশ এদওয়ার্দ কোবাংবাং

ফিলিপিনো রাজনীতিবিদ

জোশ এদওয়ার্দ কোবাংবাং (জন্ম জোশ এদওয়ার্দ সেগুবান কোবাংবাং, জন্ম: (১৯৯৪-১২-০১)১ ডিসেম্বর ১৯৯৪) একজন ফিলিপিনো রাজনীতিবিদ এবং ইলোকোস সুর প্রদেশের কাবুগাও পৌরসভার মেয়র ছিলেন। তিনি ২১ বছর এবং ৭ মাস বয়সে ফিলিপাইনের ইতিহাসে নির্বাচিত সর্বকনিষ্ঠ পৌরসভার মেয়র হয়েছিলেন। [১] [২] পূর্ববর্তী সর্বকনিষ্ঠ মেয়র খেতাবটি জোনো জুমাময়ের হাতে ছিল যিনি ১৪ মে ২০০৭ সালে ২১ বছর ৮ মাস বয়সে ইনাবাঙ্গার মেয়র নির্বাচিত হন। কোবাংবাং বর্তমানে একজন পৌর কাউন্সিলর।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

জোশ মেয়র এদগার্দো কোবাংবাং জুনিয়র এবং জের্লি কোবাংবাং এর ছেলে। তিনি ইলোকোস সুরের সেন্ট পল কলেজে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষ করেন। তিনি ১৯ বছর বয়সে ম্যানিলার দে লা সালে বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় ব্যবস্থাপনায় বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন [৩] [২] [৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Umbao, Ed (মে ১৩, ২০১৬)। "Josh Edward Cobangbang: The Youngest Mayor of Ilocos at 21"Philippine News 
  2. "Welcome to Cabugao, Ilocos Sur"cabugao.gov.ph। ১৮ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২৩ 
  3. "Archived copy" (পিডিএফ)। ২০১৬-০৯-০৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০২-০৫ 
  4. "10 Millennials in Politics to Inspire You - When In Manila"www.wheninmanila.com। ৩১ জুলাই ২০১৬।