জোয়াও ব্যাপটিস্টা এন'টিম্বা (জন্ম ২০শে মার্চ ১৯৬৮, লুবাঙ্গোতে) একজন অ্যাঙ্গোলান দৌড়বীর।

জোয়াও এন'টিম্বা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামজোয়াও ব্যাপটিস্টা এন'টিম্বা
জাতীয়তাঅ্যাঙ্গোলা
জন্ম (1968-03-20) ২০ মার্চ ১৯৬৮ (বয়স ৫৬)
লুবাঙ্গো
ক্রীড়া
ক্রীড়াদৌড়বাজী

তিনি প্রথমে মাঝারিপাল্লার দৌড়বীর হিসাবে শুরু করেন, এবং ১৯৮৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে ৮০০ মিটার বিভাগে অংশগ্রহণ করেন। ১৫০০ মিটার বিভাগে ১৯৯১ বিশ্ব চ্যাম্পিয়নশিপ, ১৯৯২ গ্রীষ্মকালীন অলিম্পিক, এবং ১৯৯৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া ১৯৯৫ সালের IAAF বিশ্ব ইন্ডোর চ্যাম্পিয়নশিপে ৩০০০ মিটার বিভাগেও তিনি অংশ নেন। যদিও এসবের কোনো বিভাগেই তিনি ফাইনালে পৌঁছাতে পারেননি।

এরপর তিনি দূরপাল্লার ১০০০০ মিটার দৌড়ে ১৯৯৭, ১৯৯৯ ও ২০০১ বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেন। এর মধ্যে ১৯৯৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ত্রয়োদশ স্থান, তার সেরা সাফল্য। ম্যারাথন দৌড়ে তিনি ২০০০, ২০০৪ এবং ২০০৮ সালের পরপর তিনটি অলিম্পিকে অংশগ্রহণ করেন।

তিনি ২০০৮ অলিম্পিকের ম্যারাথনে অংশ নিয়ে প্রথম পুরুষ ট্র্যাক ও ফিল্ড বিভাগের প্রতিযোগী হিসাবে ছয়টি অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি ছাড়া আর যাঁরা ট্র্যাক ও ফিল্ড বিভাগে ছয়টি অলিম্পিকে অংশ নেন তারা হলেন, মার্লিন ওটি, লিয়া মানোলিউ, টেসা স্যান্ডারসন, এবং মারিয়া মুটোলা

অ্যাঙ্গোলার ৮০০ মিটার, ১০০০ মিটার, ১৫০০ মিটার, ৩০০০ মিটার, ১০০০০ মিটার, অর্ধ-ম্যারাথন ও ম্যারাথনের জাতীয় রেকর্ড এখনো এন'টিম্বার দখলে আছে।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Angolan athletics records"। ৮ জুন ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১২