জেমস আইভরি
মার্কিন চলচ্চিত্র পরিচালক
এই জীবিত ব্যক্তির জীবনীমূলক নিবন্ধটির তথ্য যাচাইয়ের জন্য অতিরিক্ত সূত্র থেকে উদ্ধৃতিদান করা প্রয়োজন। অনুগ্রহপূর্বক নির্ভরযোগ্য উৎস সংযুক্ত করে সাহায্য করুন। জীবিত ব্যক্তির ক্ষেত্রে বিতর্কিত হতে পারে এমন উৎসবিহীন অথবা অপার্যপ্তভাবে উৎসবিহীন উপাদান, বিশেষভাবে যদি সম্ভাব্য কুৎসাপূর্ণ বা ক্ষতিকর হিসেবে গণ্য হয় তবে তা অচিরেই অপসারণ করা হবে। (উৎস খুঁজুন: জেমস আইভরি – সংবাদ, বই, গবেষণাপত্র) |
জেমস আইভরি (জন্ম: ৭ই জুন, ১৯২৮) একজন মার্কিন চলচ্চিত্র পরিচালক। তিনি মার্চেন্ট আইভরি প্রোডাকশন্স-এর সাথে কাজ করে বিখ্যাত হয়েছেন। ইসমাইল মার্চেন্টের প্রযোজনায় তার পরিচালিত চলচ্চিত্র ৬টি একাডেমি পুরস্কার জয় করেছিল। সমকামী জেমস আইভরি দীর্ঘকাল ইসমাইল মার্চেন্টের জীবনসঙ্গী ছিলেন।