জেন লিঞ্চ
জেন ম্যারি লিঞ্চ (ইংরেজি: Jane Marie Lynch; জন্ম: ১৪ জুলাই ১৯৬০)[১] হলেন একজন মার্কিন অভিনেত্রী, লেখিকা, গায়িকা ও কৌতুকাভিনেত্রী। তিনি সঙ্গীতনাট্যধর্মী টিভি ধারাবাহিক গ্লি-এ সু সিলভেস্টার ও ন্যাশনাল জিওগ্রাফিকের আর্থ লাইভের জন্য সর্বাধিক পরিচিত। এছাড়া তিনি ক্রিস্টোফার গেস্টের হাস্যরসাত্মক প্রামাণ্যচিত্র বেস্ট ইন শো-এ অভিনয় করে খ্যাতি অর্জন করেন।
জেন লিঞ্চ | |
---|---|
Jane Lynch | |
জন্ম | জেন ম্যারি লিঞ্চ ১৪ জুলাই ১৯৬০ এভারগ্রিন পার্ক, ইলিনয়, মার্কিন যুক্তরাষ্ট্র |
জাতীয়তা | মার্কিন |
মাতৃশিক্ষায়তন | ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয় (স্নাতক) কর্নেল বিশ্ববিদ্যালয় (স্নাতকোত্তর) |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৮৮-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | লারা এমব্রি (বি. ২০১০; বিচ্ছেদ. ২০১৪) |
ওয়েবসাইট | janelynchofficial |
গ্লি ধারাবাহিকে সু সিলভেস্টার চরিত্রে তার কাজের জন্য তিনি অসংখ্য পুরস্কার অর্জন করেন, তন্মধ্যে প্রাইমটাইম এমি পুরস্কার, গোল্ডেন গ্লোব পুরস্কার, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার, স্যাটেলাইট পুরস্কার, পিপলস চয়েস পুরস্কার ও টিসিএ পুরস্কার উল্লেখযোগ্য।
প্রারম্ভিক জীবন
সম্পাদনালিঞ্চ ১৯৬০ সালের ১৪ই জুলাই ইলিনয় অঙ্গরাজ্যের এভারগ্রিন পার্ক শহরে জন্মগ্রহণ করেন[১] এবং ইলিনয়ের ডল্টন শহরে বেড়ে ওঠেন। তার পিতা ফ্রাঙ্ক লিঞ্চ একজন ব্যাংকার এবং মাতা এইলিন (জন্মনাম: কার্নি) একজন গৃহিণী।[২] লিঞ্চের পিতা আইরিশ বংশোদ্ভূত এবং তার পিতামাতাগণ সুইনফোর্ড কাউন্টি মায়ো থেকে যুক্তরাষ্ট্রে আসেন।[৩][৪] লিঞ্চের মাতার পূর্বপুরুষগণ আইরিশ ও সুয়েডীয় ছিলেন। লিঞ্চ ক্যাথলিক পরিবারে বেড়ে ওঠেন[৫] এবং থর্নরিজ হাই স্কুলে পড়াশুনা করেন।[২] তিনি ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয় থেকে নাট্যকলায় স্নাতক ডিগ্রি এবং কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে নাট্যকলায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Jane Lynch Biography (1960-)"। ফিল্ম রেফারেন্স। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৮।
- ↑ ক খ বেরিন, ড্যানিয়েল (৯ জানুয়ারি ২০১০)। "Jane Lynch: 'I'm just a goof'"। দ্য গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৮।
- ↑ ওডোহার্টি, কেহির (৩ অক্টোবর ২০১৩)। "Jane Lynch on adults behaving like kids in A.C.O.D. (VIDEO)"। আইরিশ সেন্ট্রাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৮।
- ↑ "Gleeful Jane Lynch leaves Ireland with 'full heart'"। আরটিই (ইংরেজি ভাষায়)। ২৮ সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৮।
- ↑ "Happy Accidents"। এনপিআর (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে জেন লিঞ্চ (ইংরেজি)