জেড এম পারভেজ সাজ্জাদ

বাংলাদেশী শিক্ষাবিদ

জেড এম পারভেজ সাজ্জাদ (জন্ম: ২৮ ফেব্রুয়ারি ১৯৭৩) একজন বাংলাদেশী শিক্ষাবিদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জের প্রথম উপাচার্য।[১]

অধ্যাপক ড.
জেড এম পারভেজ সাজ্জাদ
প্রথম উপাচার্য
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২৫ জানুয়ারি ২০২১
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1973-02-28) ২৮ ফেব্রুয়ারি ১৯৭৩ (বয়স ৫১)
ঝিনাইদহ, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
তোয়ামা বিশ্ববিদ্যালয়, জাপান
পেশাঅধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক

প্রাথমিক জীবন ও শিক্ষা সম্পাদনা

পারভেজ সাজ্জাদ ১৯৭৩ সালে ঝিনাইদহে জন্মগ্রহণ করেন। তিনি ঝিনাইদহের দূর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক (১৯৮৭) ও যশোর সরকারি সিটি কলেজ থেকে উচ্চমাধ্যমিক (১৯৯০) পাস করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ বিজ্ঞান ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বিএসসি সম্মান (১৯৯৩) ও এমএসসি (১৯৯৪) ডিগ্রি লাভ করেন। তিনি জাপানের তোয়ামা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি (২০০৮) ডিগ্রি অর্জন করেন এবং একই বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরাল গবেষণা (২০০৮-২০১০) সম্পন্ন করেন।[২]

কর্মজীবন সম্পাদনা

পারভেজ সাজ্জাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোস সেন্টারে রিসার্চ ফেলো (১৯৯৮) হিসেবে কাজ করেছেন। দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে কিছুদিন (১৯৯৭-১৯৯৮) শিক্ষকতা করার পর ১৯৯৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ বিজ্ঞান ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (বর্তমানে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং) বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। ২০০৩ সালে তিনি একই বিভাগের সহকারী অধ্যাপক, ২০১০ সালে সহযোগী অধ্যাপক ও ২০১৫ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।[২]

জেড এম পারভেজ সাজ্জাদ ২০২১ সালের ২৫ জানুয়ারি পরবর্তী চার বছরের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ লাভ করেন।[৩]

গবেষণা ও প্রকাশনা সম্পাদনা

সাজ্জাদ দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে ২০টির অধিক গবেষণা নিবন্ধ প্রকাশ করেছেন। এছাড়াও তিনি দেশে-বিদেশে বহু সম্মেলনে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।[২]

সদস্যপদ সম্পাদনা

তিনি বাংলাদেশ কম্পিউটার সোসাইটি ও বাংলাদেশ ইলেকট্রনিক সোসাইটি-সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের সাথে যুক্ত।[২]

পুরস্কার ও সম্মাননা সম্পাদনা

  • পিএইচডি গবেষণার জন্য জাপান সরকার কর্তৃক প্রদত্ত মনবুকাগাকুশো বৃত্তি লাভ (২০০৪)।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ড. পারভেজ"বাংলাদেশ প্রতিদিন। ২৫ জানুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২১ 
  2. "Z. M. Parvez Sazzad, PhD" [জেড এম পারভেজ সাজ্জাদ, পিএইচডি] (পিডিএফ)ঢাকা বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২১ 
  3. "বশেমুরবির প্রথম উপাচার্য অধ্যাপক পারভেজ"জাগোনিউজ২৪.কম। ২৫ জানুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২১