জুমা মসজিদ, গানজা

আজারবাইজানের একটি মসজিদ

গানজার জুমা মসজিদ হচ্ছে আজারবাইজানের গানজা শহরের কেন্দ্রে অবস্থিত একটি মসজিদ। শেখ বাহেদদিন মোহাম্মদ আমিলির একটি প্রকল্প অনুসারে ১৬০৬ সালে মসজিদটি নির্মিত হয়েছিল। পারস্যের শাহ আব্বাসের রাজত্বকালে তারই নির্দেশে মসজিদটি নির্মিত হওয়ায় মসজিদটিকে প্রায়ই শাহ আব্বাস মসজিদ (আজারবাইজানি: Şah Abbas Məscidi) নামেও ডাকা হয়।

জুমা মসজিদ, গানজা (শাহ আব্বাস মসজিদ)
Şah Abbas Məscidi
ধর্ম
অন্তর্ভুক্তিইসলাম
ধর্মীয় অনুষ্ঠান১২ ইমাম পন্থী শিয়া
অবস্থান
অবস্থানআজারবাইজান গানজা, আজারবাইজান
স্থাপত্য
ধরনমসজিদ
স্থাপত্য শৈলীইরানি স্থাপত্য, সাফাভিদ স্থাপত্যশৈলী (Safavid style[তথ্যসূত্র প্রয়োজন]), আরান স্থাপত্য বিদ্যালয়
প্রতিষ্ঠার তারিখ১৬০৬

১৭৭৬ সালে মসজিদটিতে দুটি মিনার যোগ করা হয়। গানজার ঐতিহ্য অনুযায়ী মসজিদটি তৈরিতে লাল ইট ব্যবহার করা হয়েছিল। দীর্ঘদিন এই মসজিদে একটি মাদরাসাও পরিচালিত হতো। সেখানে প্রখ্যাত আজারবাইজানি কবি ও বিজ্ঞানী মির্জা শফি ওয়াজেহ তৎকালীন সময়ে শিক্ষা দান করতেন।

২০০৮ সালে, মসজিদ ভবনটি পুরোপুরি পুনর্নির্মাণ করা হয়। সেসময় মসজিদটির একটি খামে পুরানো রাশিয়ান বন্ড পাওয়া যায়। [১] এর ফলে এই সিদ্ধান্তে পৌঁছা সম্ভব হয়েছিল যে মসজিদটি এর আগে সর্বশেষ ১৯১০ সালে পুনর্নির্মাণ করা হয়। অর্থাৎ, পূর্বে প্রচলিত ধারণা অনুযায়ী ১৮ শতেকের শেষ দিকে জাভেদ খানের রাজত্বকালে নয়।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "В мечети Шаха Аббаса в Гяндже найдены старые купюры"। 1news.az। ২০০৮-০৮-২০। ২০১৪-১০-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা।