জীবনরক্ষী হলেন একজন উদ্ধারকারী যিনি সাঁতারের পুকুর, সাঁতার উদ্যান, সমুদ্রসৈকত, স্পা, নদী ও হ্রদের সাঁতারু, সার্ফকারীসহ অন্যান্য জলক্রীড়ায় অংশগ্রহণকারীদের নিরাপত্তা ও উদ্ধারকাজ দেখাশোনা করেন। জীবনরক্ষীদের সাঁতার, হৃদ-ফুসফুসীয় পুনরুজ্জীবন পদ্ধতি (সিপিআর), স্বয়ংক্রিয় বহিঃস্থ হৃৎপেশীকম্পরোধক যন্ত্র যন্ত্রের ব্যবহার সম্পর্কে বিশেষ প্রশিক্ষণ থাকে। তারা যে কর্মস্থলে কাজ করে, সেখানকার বিভিন্ন সহায়তাকারী সরঞ্জাম ব্যবহার করে পানি থেকে মানুষকে উদ্ধার করার সম্পর্কে বিশেষ জ্ঞান ও প্রশিক্ষণ লাভ করে। কোনও কোনও এলাকায় জীবনরক্ষীরা অঘটনের বিরুদ্ধে জরুরি সেবা ব্যবস্থার অংশ হিসেবে কাজ করে। আবার কিছু কিছু এলাকায় তারা মূল জরুরি চিকিৎসা সেবা প্রদানকারী হিসেবেও কাজ করতে পারে।[১]

হারিকেন আর্ল ঘূর্ণিঝড়ের সময় টহল দানকারী একজন মার্কিন জীবনরক্ষী, ২০১০
লাল ও হলুদ পতাকা নির্দেশ করে যে একটি সাঁতার-স্নান এলাকা জীবনরক্ষীদের টহলাধীন আছে

তথ্যসূত্র সম্পাদনা

  1. "USC Student Campus Calendar – Weekend Signature Events – Weekend Events – Upcoming Events"। Sait.usc.edu। ৩০ মার্চ ২০১২। ২৬ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৭-২৭