জিলিয়ান রোজ
জিলিয়ান রোজ এফবিএ (জন্ম ১৯৬২) একজন ব্রিটিশ ভূতত্ত্ববিদ এবং ভূগোল-লেখক। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ অনুষদের মানব ভূগোল বিভাগে কর্মরত। [১] তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়েও অধ্যাপনা করেছেন। সেখানে তিনি সহযোগী ডিনের পদ অলঙ্কৃত করেন। ১৯৯৩ সালে তাঁর প্রকাশিত "নারীবাদ ও ভূগোল: ভৌগোলিক জ্ঞানের সীমাবদ্ধতা" শীর্ষক গ্রন্থের জন্য প্রসিদ্ধি লাভ করেছেন।
শিক্ষা ও প্রাথমিক কর্মজীবন
সম্পাদনারোজ কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৯০ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় হতে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ২০১৭ সালে অক্সফোর্ডের ভূগোল ও পরিবেশ অনুষদে যোগদানের পূর্বে তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে সহযোগী ডিনের দায়িত্ব পালন করেন। এছাড়াও ঐ বিশ্ববিদ্যালয়ে তিনি চার বছর ভূগোল বিষয়ের বিভাগীয় প্রধান ছিলেন।
অবদান
সম্পাদনা২০১২ সালে রাজকীয় ভূগোল সংঘের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জিলিয়ান রোজ বলেন, আমার মনে হয়, ভিন্ন ভিন্ন মেধা ও নৈপুণ্যের অধিকারী অসংখ্য মানুষকে একত্রিত করে আমাদের এ বিশ্বকে চেনার উপায় বাতলে দেওয়া- এটাই ভূগোলের অন্যতম বড় কৃতিত্ব, এর অন্যতম চমকপ্রদ দিক।
"দৃশ্যমান সংস্কৃতি" নিয়ে রোজ বর্তমানে গবেষণা করছেন। সামাজিক সম্পর্ক ও নৈর্বাচনিকতা কীভাবে গণমাধ্যমে ফুটে ওঠে, অথবা কীভাবে গণমাধ্যমে পরিহার করা হয় - রোজ এ সম্পর্কে বিশদ অনুসন্ধানে আগ্রহ ব্যক্ত করেছেন। নারীবাদী চলচ্চিত্র ও চিত্রনির্মাণ শিল্পের পাশাপাশি মিশেল ফোকাল্টের দার্শনিক তত্ত্বও জিলিয়ানকে আকৃষ্ট করে। তাঁর এ সম্পর্কিত কাজগুলো নারীবাদী ভূগোল ও গণমাধ্যমের ভূগোলের মধ্যে সংযোগ সাধনে সক্ষম হয়েছে।
"নারীবাদ ও ভূগোল" গ্রন্থটি মার্ক্সবাদী ও নারীবাদী দৃষ্টিভঙ্গির আলোকে রচিত। গ্রন্থটি ভৌগোলিক জ্ঞানের গঠনপ্রকৃতি সম্পর্কে যথেষ্ট বিতর্কের উদ্রেক করে। রোজের মতে, " আমরা নিজেকে যেভাবে অনুধাবন করি, সেটাই আমাদের প্রকৃত সত্তা"। বিভিন্ন পর্যায়ে আমাদের সত্তার মধ্যেও বিভিন্নতা পরিলক্ষিত হয়। অর্থাৎ আমাদের স্থানিক সত্তা ও বৈশ্বিক সত্তার মাঝে অনেক পার্থক্য বিদ্যমান। তিনি বলেন, " অর্থ ও অনুভবের ব্যঞ্জনার মধ্যেই স্থানের অনুভূতি প্রতিফলিত হয়। "
সাম্প্রতিক সময়ে তিনি তুলনামূলকভাবে কম বিতর্কিত তিনটি গ্রন্থ রচনা করেছেন। এগুলো হলো: দৃশ্যমান পদ্ধতি: দৃশ্যমান বস্তুগুলোকে ব্যাখ্যা করার উপায় (২০০১), ভূখণ্ড বিমুক্তকরণ : প্রেক্ষাপট ও রাজনৈতিক পর্যালোচনা (২০০৩) এবং পারিবারিক দৃশ্যচিত্রণ: গৃহ, জনতা ও আবেগের রাজনীতি (২০১২)।
গুরুত্বপূর্ণ প্রকাশনা
সম্পাদনা- নারীবাদ ও ভূগোল: ভৌগেলিক জ্ঞানের সীমাবদ্ধতা (১৯৯৩), ইউ অব মিনেসোটা প্রেস
- দৃশ্যমান পদ্ধতি: দৃশ্যমান বস্তুগুলোকে ব্যাখ্যা করার উপায় (২০০১), দ্বিতীয় সংস্করণ, সেজ প্রকাশনী
- ভূখণ্ড বিমুক্তকরণ:প্রেক্ষাপট ও রাজনৈতিক পর্যালোচনা(২০০৩),ব্ল্যাক ডগ প্রেস
- কীভাবে ভূগোল দৃশ্যমান হয়ে ওঠে?(২০০৩)
- গৃহকোণ ও পারিবারিক দৃশ্যচিত্রণ : একটি নিরীক্ষা(২০০৩)
- "সবাই হাসছে, সুন্দর লাগছে" : কয়েকজন মা এবং তাদের পারিবারিক ছবির আবেগীয় ভূগোল (২০০৪)
- "ছবি তোলার জন্য সচেতন প্রয়াসই যথেষ্ট:পারিবারিক ছবি,মাতৃত্ব ও পারিবারিক স্থানের নিরীক্ষা (২০০৫)
- পারিবারিক দৃশ্যচিত্রণ: গৃহ,জনতা ও আবেগের রাজনীতি(২০১২)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Helen Morley। "Professor Gillian Rose | Staff | School of Geography and the Environment | University of Oxford"। www.geog.ox.ac.uk (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৯-১০।