জিব্রাল্টার ফুটবল অ্যাসোসিয়েশন

জিব্রাল্টারের ফুটবলের নিয়ন্ত্রণকারী সংস্থা
(জিব্রালটার ফুটবল এসোসিয়েশন থেকে পুনর্নির্দেশিত)

জিব্রাল্টার ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি: Gibraltar Football Association; এছাড়াও জিব্রাল্টার এফএ অথবা সংক্ষেপে জিএফএ নামে পরিচিত) হচ্ছে জিব্রাল্টারের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৮৯৫ সালে জিব্রাল্টার সিভিলিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছে, পরবর্তী বছরে এর নাম বর্তমান নামে পরিবর্তন করা হয়। এটি বিশ্বের অন্যতম প্রাচীন ফুটবল সংস্থা। এটি প্রতিষ্ঠার ১২১ বছর পর ২০১৬ সালের ১৩ই মে তারিখে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার পূর্ণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়, এর পাশাপাশি প্রতিষ্ঠার ১১৮ বছর পর ২০১৩ সালের ২৪শে মে তারিখে লন্ডনে অনুষ্ঠিত ৩৭তম উয়েফা কংগ্রেসে এই সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্যপদ লাভ করে।[২] এই সংস্থার সদর দপ্তর জিব্রাল্টারের ভিক্টোরিয়া স্টেডিয়ামে অবস্থিত।

জিব্রাল্টার ফুটবল অ্যাসোসিয়েশন
উয়েফা
প্রতিষ্ঠিত১৮৯৫; ১২৯ বছর আগে (1895)[১]
সদর দপ্তরভিক্টোরিয়া স্টেডিয়াম, জিব্রাল্টার
ফিফা অধিভুক্তি২০১৬[১]
উয়েফা অধিভুক্তি২০১৩
সভাপতিজিব্রাল্টার মাইকেল লামাস
ওয়েবসাইটwww.gibraltarfa.com

এই সংস্থাটি জিব্রাল্টারের পুরুষ, নারী এবং জাতীয় ফুটসাল দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে জিব্রাল্টার জাতীয় লীগ, জিব্রাল্টার নারী ফুটবল লীগ এবং জিব্রাল্টার অন্তর্বর্তী লীগের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে জিব্রাল্টার ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন মাইকেল লামাস এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ইভান রোবা।

কর্মকর্তা সম্পাদনা

৩ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান নাম
সভাপতি মাইকেল লামাস
সহ-সভাপতি
সাধারণ সম্পাদক ইভান রোবা
কোষাধ্যক্ষ নাথান পায়াস
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক স্টিভেন গঞ্জালেজ
প্রযুক্তিগত পরিচালক ডেসি কারি
ফুটসাল সমন্বয়কারী
জাতীয় দলের কোচ (পুরুষ) হুলিও সেজার রিবাস
জাতীয় দলের কোচ (নারী) লৌরা ম্যাকগিন
রেফারি সমন্বয়কারী অ্যাড্রিয়ান বাকারিসা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ৪ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২০ 
  2. "FIFA welcomes Kosovo, Gibraltar as newest members"The Statesman (ইংরেজি ভাষায়)। ২০১৬-০৫-১৪। ২০২০-১০-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১২ 

বহিঃসংযোগ সম্পাদনা