জিন আর্থার

অভিনেত্রী

জিন আর্থার (জন্ম গ্ল্যাডিস জর্জিয়ানা গ্রিন; ১৭ অক্টোবর ১৯০০ - ১৯ জুন ১৯৯১)[] ছিলেন একজন মার্কিন অভিনেত্রী। তিনি ১৯৩০-দশক থেকে ১৯৫০-এর দশকের প্রারম্ভ পর্যন্ত ব্রডওয়ে মঞ্চ ও চলচ্চিত্রে সক্রিয় ছিলেন। তিনি ফ্র্যাঙ্ক ক্যাপ্রার তিনটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করে সুখ্যাতি অর্জন করেন, সেগুলো হল মিস্টার ডিডস গোজ টু টাউন (১৯৩৬), ইউ ক্যান্ট টেক ইট উইথ ইউ (১৯৩৮), এবং মিস্টার স্মিথ গোজ টু ওয়াশিংটন (১৯৩৯)। তিনি দ্য মোর দ্য মেরিয়ার (১৯৪৪) চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ছিল ১৯৫৩ সালে জর্জ স্টিভেন্সের শেন

জিন আর্থার
Jean Arthur
১৯৩০-এর দশকের মাঝামাঝিতে একটি প্রচারণার ছবিতে আর্থার
জন্ম
গ্ল্যাডিস জর্জিয়ানা গ্রিন

(১৯০০-১০-১৭)১৭ অক্টোবর ১৯০০
মৃত্যুজুন ১৯, ১৯৯১(1991-06-19) (বয়স ৯০)
কার্মেল-বাই-দ্য-সি, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯২৩-১৯৭৫
দাম্পত্য সঙ্গীজুলিয়ান অ্যাঙ্কার
(বি. ১৯২৮; annul. ১৯২৮)

ফ্র্যাঙ্ক রস জুনিয়র
(বি. ১৯৩২; বিচ্ছেদ. ১৯৪৯)

আর্থার একান্তবাসী নারী হিসেবে পরিচিত ছিলেন। সংবাদ পত্রিকা লাইফ-এর ১৯৪০-এর একটি নিবন্ধ অনুসারে "গ্রেটা গার্বোর পর জিন আর্থার হলেন হলিউডের রহস্যময়ী নারী।"[] এছাড়া সাক্ষাৎকার থেকে জানা যায়, তিনি আলোকচিত্রধারকদের এড়িয়ে যেতেন এবং কোন প্রকার প্রচারণা অংশ হতে অস্বীকৃতি জানাতেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Jean Arthur | American actress"এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০২০ 
  2. ওলার ১৯৯৭, পৃষ্ঠা ১।
  3. ওলার ১৯৯৭, পৃষ্ঠা ২।

বহিঃসংযোগ

সম্পাদনা