জামুর ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা

বাংলাদেশের বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলায় অবস্থিত উচ্চমাধ্যমিক মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠান


জামুর ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা[১][২][৩][৪][৫][৬][৭] বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলায় অবস্থিত একটি মাদ্রাসা। এটি মেজর এবং দাখিল (এসএসসি) পাশাপাশি আলিম এইচএসসি-তে ইসলামিক শিক্ষা সরবরাহ করে। মাদ্রাসাটি ইসলামিক আরবি সম্পর্কিত।মাদরাসার দাখিল ও আলিম উভয় বিভাগেই মানবিক বিভাগ রয়েছে।জামুর ইসলামিয়া আলিম মাদ্রাসা বাংলাদেশের বগুড়া জেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠান।যা একটি প্রাচীন প্রতিষ্ঠান। ১৯৪৫ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত।[৮]

জামুর ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা
অবস্থান
মানচিত্র
, ,
তথ্য
বিদ্যালয়ের ধরনআলিম মাদ্রাসা
অবস্থাসক্রিয়
বিদ্যালয় বোর্ডইসলামি আরবি বিশ্ববিদ্যালয়
বিদ্যালয় জেলাবগুড়া
ইআইআইএন১১৯৭৭৬ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
অধ্যক্ষমোঃহাফিজুর রহমান
 • ১১শ শ্রেণীহ্যাঁ
 • ১২শ শ্রেণীহ্যাঁ
 • ১৩শ শ্রেণীহ্যাঁ
ভাষাবাংলা, ইংরেজি, আরবি
অন্তর্ভুক্তিইসলামি আরবি বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইট119776.ebmeb.gov.bd

অবস্থান সম্পাদনা

এ প্রতিষ্ঠানটি বগুড়া জেলার শেরপুর উপজেলার নন্দিগ্রাম ইউনিয়নে অবস্থিত।[৯]

ইতিহাস সম্পাদনা

১/১/১৯৭০ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়।

ব্যবস্থাপনা সম্পাদনা

মাদ্রাসা পরিচালনার জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সাবেক ভাইস চ্যান্সেলর জনাব আলহাজ্ব ড. মুহাম্মদ ইনাম উল হক-কে সভাপতি করে ১১ জন বিশিষ্ট পরিচালনা পরিষদ রয়েছে।

শিক্ষকবৃন্দ সম্পাদনা

মাদ্রাসার অধ্যক্ষ জনাব মাওলানা মোঃহাফিজুর রহমান সহ ১১ জন শিক্ষক ২ জন শিক্ষিকা নিয়জিত আছেন।[১০]

অবকাঠামো সম্পাদনা

মাদ্রাসার মূল ভবনটি একটি মাত্র ভবন। মাদ্রাসার সামনে একটি পুকুর বিদ্যমান এবং তার কাছেই রয়েছে আর একটি মসজিদ

শিক্ষা কার্যক্রম সম্পাদনা

এ প্রতিষ্ঠানে সহ-শিক্ষা ব্যবস্থা রয়েছে। এ মাদ্রাসায় আলিম (উচ্চ মাধ্যমিক) পর্যায় পর্যন্ত শিক্ষালাভের সুযোগ রয়েছে। বর্তমানে ছয় শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত আছে।

ফলাফল ও কৃতিত্ব সম্পাদনা

বিগত বছরের পাশের হার ৯৬%। প্রত্যেক বছর এ প্রতিষ্ঠান থেকে আলিম, দাখিল, জেডিসি ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় কৃতিত্বের সাথে শিক্ষার্থীরা ফলাফল করে আসছে।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "info Jamur Islamia Senior Alim Madrasah" 
  2. "Madrasha | DEO Bogra"deobogra.gov.bd। ২০২১-০১-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০২-০৬ 
  3. "Jamur Islamia Senior Alim Madrasa - Sohopathi | সহপাঠী" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০২-০৬ 
  4. "JAMUR ISLAMIA SENIOR ALIM MADRASA details and contact information - RAAJRANI.COM"www.raajrani.com। সংগ্রহের তারিখ ২০২১-০২-০৬ 
  5. "List of Madrasah" (পিডিএফ) 
  6. "All Alim Madrasahs In Bangladesh – Study in Bangladesh"studyinbd.com। ২০২১-০২-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০২-০৬ 
  7. "Nominmadrasah" 
  8. "শিক্ষা-প্রতিষ্ঠানের-তালিকা"web.archive.org। ২০২১-০১-২৭। ২০২১-০১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১১-২৩ 
  9. "শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা শেরপুর উপজেলা"শেরপুর উপজেলা গভঃ সাইট। ২৭ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০২১ 
  10. "সিনিয়র মাদ্রসা প্রধান নামের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ মাদ্রাসা