জামাল উদ্দিন আহমেদ (আসামের রাজনীতিবিদ)

জামাল উদ্দিন আহমেদ (১২ জুন ১৯৫৪ - ২৭ জানুয়ারী ২০২১) একজন ভারতীয় রাজনীতিবিদ এবং আসাম বিধানসভার প্রাক্তন সদস্য ছিলেন।

জামাল উদ্দিন আহমেদ
আসাম বিধানসভার সদস্য
কাজের মেয়াদ
১৮ মে ২০০১ – ১৯ এপ্রিল ২০০৬
পূর্বসূরীআবু সালেহ নাজমুদ্দিন
উত্তরসূরীআনোয়ারুল হক
সংসদীয় এলাকাবদরপুর
কাজের মেয়াদ
১৮ মে ২০১১ – ২৭ জানুয়ারি ২০২১
পূর্বসূরীআনোয়ারুল হক
উত্তরসূরীআবদুল আজীজ
ব্যক্তিগত বিবরণ
জন্ম১২ জুন ১৯৫৪
করিমগঞ্জ, আসাম,  ভারত
মৃত্যু২৭ জানুয়ারি ২০২১(2021-01-27) (বয়স ৬৬)
বরাক উপত্যকা, আসাম,  ভারত
রাজনৈতিক দলসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
অন্যান্য
রাজনৈতিক দল
ভারতীয় জাতীয় কংগ্রেস

জীবনের প্রথমার্ধ সম্পাদনা

আহমেদ ১২ জুন ১৯৫৪ সালে আসামের করিমগঞ্জে বাঙালি মুসলিম পিতামাতা হাজি নাজিব আলী এবং সাইফুল বিবির কাছে জন্মগ্রহণ করেন, যা ১৯৪৭ সালের ভারত বিভাগের আগে সিলেট জেলার একটি অংশ ছিল।

কর্মজীবন সম্পাদনা

উচ্চ বিদ্যালয় ত্যাগের সার্টিফিকেট পাস করার পর আহমেদ সামাজিক কাজ শুরু করেন। তিনি একটি সাংস্কৃতিক ক্লাবের সভাপতি হন, এবং বাংলাদেশ সফর করেন।[১]

আহমেদ ২০০১ আসাম বিধানসভা নির্বাচনে সফল হয়েছিলেন যেখানে তিনি বদরপুর কেন্দ্রে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি ২০০৬ সালে অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের আনোয়ারুল হকের কাছে এই আসনটি হেরেছিলেন।

২০১১ সালে, আহমেদ ভারতীয় জাতীয় কংগ্রেস প্রার্থী হিসাবে নির্বাচনে জয়লাভ করেন এবং বদরপুরের বিধায়ক হিসেবে আরও দুইবার দায়িত্ব পালন করেন।[১]

ব্যক্তিগত জীবন সম্পাদনা

আহমেদ দুইবার বিয়ে করেন এবং তার একজন স্ত্রী ছিলেন রহিমা বেগম। জাকারিয়া আহমেদসহ তার দুই ছেলে ও দুই মেয়ে।[১]

মৃত্যু সম্পাদনা

করিমগঞ্জ সিভিক হাসপাতাল থেকে শিলচর মেডিকেল হাসপাতালে স্থানান্তরিত হওয়ার সময় আহমেদ ২৭ জানুয়ারী ২০২১-এ বিধায়ক হিসাবে তার তৃতীয় মেয়াদে মারা যান।[২] তার মৃত্যুর পর ওই আসনে উপনির্বাচন হয়নি।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Who's Who"Assam Assembly 
  2. "Assam Congress MLA Jamal Uddin Ahmed dies"। জানুয়ারি ২৭, ২০২১ – www.thehindu.com-এর মাধ্যমে। 
  3. Parashar, Utpal (২৭ জানুয়ারি ২০২১)। "Assam Congress MLA Jamal Uddin Ahmed dies; party reduced to 19 legislators"Hindustan TimesGuwahati, Assam