জাব-মো-নাং-দোন (তিব্বতি: ཟབ་མོ་ནང་དོནওয়াইলি: zab mo nang don) তিব্বতী বৌদ্ধধর্মের অন্যতম প্রধান ধর্মসম্প্রদায় ব্কা'-ব্র্গ্যুদ ধর্মসম্প্রদায়ের কার্মা-ব্কা'-ব্র্গ্যুদ ধর্মীয় গোষ্ঠীর তৃতীয় র্গ্যাল-বা-কার্মা-পা রাং-'ব্যুং-র্দো-র্জে দ্বারা রচিত একটি বিখ্যাত তিব্বতী গ্রন্থ।

বর্ণনা সম্পাদনা

১৩২২ খ্রিষ্টাব্দে রাং-'ব্যুং-র্দো-র্জে ব্দে-ছেন-স্তেং নামক স্থানে অনুত্তরযোগতন্ত্রের ওপর জাব-মো-নাং-দোন গ্রন্থটি রচনা করেন। এই গ্রন্থে এগারোটি অধ্যায় রয়েছে।[n ১]এই গ্রন্থ সংসারনির্বাণের বিভিন্ন হেতুপ্রত্যয় সমন্ধে বর্ণনা দিয়ে শুরু হয়ে যথাক্রমে উৎপত্তিক্রম, নাড়ি প্রাণ, বায়ু, প্রাণায়াম, ইষ্টদেবতা, নির্মাণ, স্কন্ধ, উপায়, ভূমি , লাম-রিমসম্পন্নক্রম সম্পর্কে আলোচনা করা হয়েছে।

পাদটীকা সম্পাদনা

  1. Rang byung's most famous, and perhaps most difficult work is yet another verse text, his Zab mo nang don, on the Anuttarayogatantras. This eleven-chapter work is thirty-two folios in length. According to a colophon provided by Kong sprul, it was written in the Water Male Dog year, 1322, at Bde chen steng. The colophons to the present redactions say only that it was written in the Dog Year.[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Schaeffer, Kurtis R. (1995). The Englightened Heart of Buddhahood: A Study and Translation of the Third Karma pa Rang byung rdo rje's Work on Tathagatagarbha. (Wylie: de bzhin pa'i snying po gtan la dbab pa). University of Washington. Source: [১] (accessed: Friday February 12, 2010), p.16.

আরো পড়ুন সম্পাদনা