জাতীয় বিজ্ঞান গ্রন্থাগার

জাতীয় বিজ্ঞান গ্রন্থাগার একটি রাষ্ট্রীয় মালিকানাধীন এবং বাংলাদেশের বিজ্ঞান অনুদান। [১][২]

ইতিহাস সম্পাদনা

জাতীয় বিজ্ঞান গ্রন্থাগারটি ১৯৮১ সালে বাংলাদেশ জাতীয় বৈজ্ঞানিক ও কারিগরী ডকুমেন্টেশন সেন্টারের অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল। এর মূল দায়িত্ব বৈজ্ঞানিক প্রকাশনা এবং বই সংগ্রহ করা । [১][৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. বায়েজীদ আকতার (২০১২)। "জাতীয় বিজ্ঞান গ্রন্থাগার"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  2. Coleman, Sterling Joseph। Librarianship and Information Science in the Islamic World, 1966-1999: An Annotated Bibliography (ইংরেজি ভাষায়)। Scarecrow Press। পৃষ্ঠা 311। আইএসবিএন 9780810851795। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৭ 
  3. Feather, John; Sturges, Rodney Paul। International Encyclopedia of Information and Library Science (ইংরেজি ভাষায়)। Taylor & Francis। পৃষ্ঠা 598। আইএসবিএন 9780415259019। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৭