জাকির হোসেন সরকার

বাংলাদেশী রাজনীতিবিদ

জাকির হোসেন সরকার একজন বাংলাদেশী রাজনীতিবিদ। তিনি ২০২৪ সালের বাংলাদেশের সাধারণ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রংপুর-৫ থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন।

জাকির হোসেন সরকার
Zakir Hossain Sarkar
সংসদ সদস্য
দায়িত্ব গ্রহণ
৩০ জানুয়ারি ২০২৪
যার উত্তরসূরীএইচ এন আশিকুর রহমান
সংসদীয় এলাকারংপুর-৫
ব্যক্তিগত বিবরণ
জাতীয়তাবাংলাদেশী
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ

তিনি আওয়ামী লীগের হয়ে রংপুর-৫ আসন থেকে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থী হলেও দলীয় টিকিট পেতে ব্যর্থ হন। এরপর তিনি স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন। তবে তথ্য অস্বীকার করায় রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল করে।[১] পরে তিনি বাংলাদেশ নির্বাচন কমিশনে আপিলের মাধ্যমে তার প্রার্থিতা ফিরে পান।[২] এর আগে তিনি দুইবার রংপুরের মিঠাপুকুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ২৮ নভেম্বর ২০২৩ তারিখে এই পদ থেকে পদত্যাগ করেন।[৩]

৭ জানুয়ারি ২০২৪ তারিখে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ১ লাখ ৯ হাজার ৭০৯ ভোট পেয়ে সাংসদ নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাশেক রহমান ৭৪ হাজার ৫৯০ ভোট পান।[৪]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "তথ্য অস্বীকার করায় জাকিরের মনোনয়ন বাতিল"দৈনিক কালবেলা। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২৪ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "রংপুরে মনোনয়ন ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী জাকির"জাগো নিউজ। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২৪ 
  3. "এমপি হতে পদত্যাগ করলেন মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান"যুগান্তর। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২৪ 
  4. "রংপুর- ০৫ আসনে স্বতন্ত্রপ্রার্থী জাকির হোসেন সরকার বিজয়ী"নয়া দিগন্ত। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২৪