জস (চলচ্চিত্র)

স্টিভেন স্পিলবার্গ পরিচালিত থ্রিলার চলচ্চিত্র

জস (ইংরেজি ভাষায়: Jaws জজ়্‌ অর্থাৎ "চোয়াল") ১৯৭৫ সালে মুক্তিপ্রাপ্ত একটি থ্রিলার/হরর চলচ্চিত্র। পিটার বেঞ্চলি রচিত একই নামের উপন্যাস থেকে নির্মিত এই সিনেমার পরিচালক ছিলেন স্টিভেন স্পিলবার্গ। উপন্যাসটি ১৯১৬ সালে জার্সি সমুদ্রতীরে হাঙ্গর আক্রমণের ঘটনার উপর ভিত্তি করে রচিত হয়েছিল। অ্যামিটি দ্বীপের পুলিশ প্রধান সমুদ্র সৈকত বন্ধ করে দেয়ার মাধ্যমে সৈকতে গমনকারী মানুষজনকে একটি বড় শ্বেত হাঙ্গরের হাত থেকে বাঁচনোর চেষ্টা করে। কিন্তু নগর কাউন্সিল চায় সৈকত খোলা রাখার মাধ্যমে ব্যবসায়িক লাভ নিতে। কয়েকটি আক্রমণের পর পুলিশ প্রধান এক সামুদ্রিক জীববিজ্ঞানী ও এক পেশাদার হাঙ্গর শিকারীকে সাথে নিয়ে হাঙ্গরটিকে মারতে যাত্রা করেন।

জস
চলচ্চিত্রের পোস্টার
পরিচালকস্টিভেন স্পিলবার্গ
প্রযোজকডেভিড ব্রাউন
রিচার্ড ডি জানুক
রচয়িতাউপন্যাস:
পিটার বেঞ্চলি
চিত্রনাট্য:
পিটার বেঞ্চলি
কার্ল গটলিব
ক্রেডিট নেননি:
হাওয়ার্ড স্যাকলার
সুরকারজন উইলিয়াম্‌স
চিত্রগ্রাহকবিল বাটলার
সম্পাদকভার্না ফিল্ড্‌স
পরিবেশকইউনিভার্সাল স্টুডিওস
মুক্তি২০শে জুন, ১৯৭৫
স্থিতিকাল১২৪ মিনিট
দেশ যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
নির্মাণব্যয়৭,০০০,০০০ মার্কিন ডলার[১]
আয়আবাসিক
২৮২,৪১৭,৫২৯ ডলার
বিশ্বব্যাপী
৪৭০,৬৫৩,০০০ ডলার

জসকে চলচ্চিত্রের ইতিহাসে একটি যুগান্তকারী সৃষ্টি হিসেবে আখ্যায়িত করা হয়। এটি গ্রীষ্মকালীন ব্লকবাস্টার চলচ্চিত্রের জনক এবং "হাই কনসেপ্ট" সিনেমাগুলোর মধ্যে অন্যতম।[২] এর ব্যাপক সাফল্যের কারণে বণ্টনকারীরা এটিকে ব্যাপক আকারে ছড়িয়ে দেয় যেমনটি আগে কখনও করা হয়নি। পরের বছর তথা ১৯৭৬ সালের গ্রীষ্মে ওমেন এবং ১৯৭৭ সালের গ্রীষ্মে স্টার ওয়ার্‌স মুক্তি পায়। এর পর অ্যাকশন, অ্যাডভেঞ্চার মুভিগুলো গ্রীষ্মে মুক্তি পেতে শুরু করে। এই ছবির তিনটি সিকুয়েল নির্মাণ করা হয়েছিল যেগুলোর কোনটিতেই স্পিলবার্গ বা বেঞ্চলির অংশগ্রহণ ছিল না। জস ২ (১৯৭৮), জস ৩-ডি (১৯৮৩) এবং জস: দ্য রিভেঞ্জ (১৯৮৭) এর কোনটিই প্রথমটির মত জনপ্রিয়তা অর্জন করতে পারেনি।

কাহিনীর সারাংশ সম্পাদনা

হিংস্র হাঙ্গর এর সাথে লড়াই করে বেঁচে নিরাপদে ফিরে আসা !

কাহিনী সম্পাদনা

চরিত্রসমূহ সম্পাদনা

  • রয় শেইডার - মার্টিন ব্রডি (পুলিশ প্রধান)
  • রিচার্ড ড্রেইফাস - ম্যাট হুপার (সামুদ্রিক জীববিজ্ঞানী)
  • রবার্ট শ - কুইন্ট (পেশাদার হাঙ্গর শিকারী)
  • লোরেইন গ্রে - এলেন (ব্রডির স্ত্রী)
  • মুরে হ্যামিল্টন - ভন (নগরীর মেয়র)

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Jaws (1975)"boxofficemojo.com। সংগ্রহের তারিখ ২০০৬-০৮-০৮ 
  2. "Rise of the blockbuster"BBC News Online। সংগ্রহের তারিখ ২০০৬-০৮-২০ 

বহিঃসংযোগ সম্পাদনা