জলেশ্বর বিধানসভা কেন্দ্র

আসামের বিধানসভা কেন্দ্র

জলেশ্বর বিধানসভা উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের বিধানসভার ১২৬টি নির্বাচনী এলাকার মধ্যে অন্যতম। এই আসনটি সংরক্ষিত নয়।[১][২] এই বিধানসভা কেন্দ্রটি ১৯৭৮ সাল থেকে কার্যকর এবং সর্বাধিকবার বিজিত দলটি হলো ভারতীয় জাতীয় কংগ্রেস (চার বার)।

জলেশ্বর
বিধানসভা কেন্দ্র
আসামের ১২৬ টি বিধানসভা কেন্দ্রের ৩৯ নং চিহ্নিত কেন্দ্রটি জলেশ্বর
আসামের ১২৬ টি বিধানসভা কেন্দ্রের ৩৯ নং চিহ্নিত কেন্দ্রটি জলেশ্বর
দেশ ভারত
রাজ্যআসাম
বিভাগনিম্ন আসাম
জেলাগোয়ালপাড়া
কেন্দ্র নং.৩৯
লোকসভা কেন্দ্র৪. ধুবড়ী
নির্বাচনী বছর১,৫৯,৯৩৭ (২০২১)

ভোটার পরিসংখ্যান সম্পাদনা

২০২১ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ১,৫৯,৯৩৭ জন যার মধ্যে পুরুষ ভোটার ৮১,৩৫০ জন এবং নারী ভোটার ৭৮,৫৮৬ জন। এছাড়াও একজন নথিভূক্ত ভোটার নিজেদের তৃতীয় লিঙ্গ বলে উল্লেখ করেছেন। জলেশ্বর বিধানসভা কেন্দ্রে ২০২১ ভোটার লিঙ্গানুপাত ৯৬৬।

২০১৬ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ছিলো ১,৩৭,১০৮ জন যার মধ্যে পুরুষ ভোটার ৭০,১৭৯ জন এবং নারী ভোটার ৬৬,৯২৯ জন। আবার ২০১১ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ১,১৯,২৮৮ জন যার মধ্যে পুরুষ ভোটার ৬০,৮২৪ জন এবং নারী ভোটার ৫৮,৪৬৪ জন।[৩]

বিধানসভার সদস্য সম্পাদনা

নির্বাচন বিধায়ক[৪] দল সময়কাল
২০২১ আফতাবুদ্দিন মোল্লা আইএনসি ২০২১-বর্তমান
২০১৬ সাহাব উদ্দিন আহমেদ এআইইউডিএফ ২০১৬-২০২১
২০১১ মইনুদ্দিন আহমেদ ২০১১-১৬
২০০৬ আফজালুর রহমান লোক সম্মেলন পার্টি ২০০৬-১১
২০০১ আফতাবুদ্দিন মোল্লা আইএনসি ২০০১-০৬
১৯৯৬ আফজালুর রহমান ১৯৭৮-২০০১
১৯৯১
১৯৮৫ স্বতন্ত্র
১৯৮৩ আইসিএস- শরৎ চন্দ্র সিংহ
১৯৭৮ জেপি

নির্বাচনী ফলাফল সম্পাদনা

২০২১ ফলাফল সম্পাদনা

আসাম বিধানসভা নির্বাচন, ২০২১: জলেশ্বর[৫]
দল প্রার্থী ভোট % ±%
কংগ্রেস আফতাবুদ্দিন মোল্লা ৭৬,০২৬ ৫০.৭৫
গণতান্ত্রিক মোর্চা ডা. রেজামা আমিন ৫৪,০৪৬ ৩৬.০৮
বিজেপি ওসমান গনি ১৪,০৫৩ ৯.৩৮
তৃণমূল খুরশিদ মির্জা আশিকুর রহমান ১,৮৪৭ ১.২৩
অজাপ রসিদুল হক ৯১৫ ০.৬১
স্বতন্ত্র আখিরুজ্জামান মোল্লা ৭৫৪ ০.৫০
স্বতন্ত্র মুজাহরুল ইসলাম ৬২৬ ০.৪২
এসইউসিআই(সি) ওসমান গনি মোল্লা ৫৬৬ ০.৩৮
উপরের কোনোটিই নয় উপরের কোনোটিই নয় ৯৭০ ০.৬৫
সংখ্যাগরিষ্ঠতা ২১,৯৮০ ৫.১৯
ভোটার উপস্থিতি ১,৪৯,৮০৩ ৯৩.৬৫ +০.১২
গণতান্ত্রিক মোর্চা থেকে কংগ্রেস অর্জন করেছে সুইং

২০১৬ ফলাফল সম্পাদনা

আসাম বিধানসভা নির্বাচন, ২০১৬: জলেশ্বর[৬]
দল প্রার্থী ভোট % ±%
গণতান্ত্রিক মোর্চা সাহাব উদ্দিন আহমেদ ৫৬,০০৩ ৪৩.৬৭
স্বতন্ত্র আফতাবুদ্দিন মোল্লা ৪৯,৩৪১ ৩৮.৪৮
বিজেপি আব্দুর রহিম জিবরান ১১,৫৩৫ ৮.৯৯
কংগ্রেস আবুল ফজর নাসিরউদ্দিন মোল্লা ৬,৫৬৭ ৫.১২
বিআরপি আব্দুল ওয়াহাব শেখ ১,৪৩৩ ১.১১
এসইউসিআই(সি) আবদুস সালাম ৭৬১ ০.৫৯
স্বতন্ত্র ইন্নাস আলি ৬৯০ ০.৫৩
উপরের কোনোটিই নয় উপরের কোনোটিই নয় ৬২৭ ০.৪৮
সংখ্যাগরিষ্ঠতা ৬,৬৬২ ৫.১৯
ভোটার উপস্থিতি ১,২৮,২২৫ ৯৩.৫৩
গণতান্ত্রিক মোর্চা নির্বাচনী এলাকা ধরে রাখে সুইং

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (পিডিএফ)। The Election Commission of India। পৃষ্ঠা 42, 72। ৫ অক্টোবর ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৬ 
  2. "About Patharkandi constituency"Election.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২১ 
  3. https://www.news18.com/assembly-elections-2021/assam/jaleswar-election-result-s03a039/
  4. "List of Wiining MLA's from jaleswar Till Date"। elections.in। সংগ্রহের তারিখ অক্টো ১৬, ২০২১ 
  5. "Jaleswar (Assam) Election Results 2021"। elections.in। সংগ্রহের তারিখ ২ মে ২০২১ 
  6. "Jaleswar (Assam) Election Results 2016"। elections.in। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৬