জর্ডানের সরকারি ছুটির দিন
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ
জর্ডানের সরকারি ছুটির দিন।[১]
তারিখ | বাংলা নাম | স্থানীয় নাম | বর্ণনা | অফিস |
---|---|---|---|---|
১ জানুয়ারি | নতুন বছরের দিন | রাস আসানাহ আল-মিলাদি | বন্ধ | |
১ মে | শ্রম দিবস | ইদ এল-ওমালাল | বন্ধ | |
তারিখ পরিবর্তিত হয় | ইস্টার সানডে | ঈদ আল ফিসহ আল আতিম | খ্রিস্টান ধর্মাবলম্বীরা পালন করে থাকে। ইস্টার্ন চার্চ ক্যালেন্ডার অনুসারে জর্ডানে ইস্টারের সমস্ত প্রথা দ্বারা পালিত হয় থাকে। | খোলা |
২৫ মে | স্বাধীনতা দিবস | ঈদ আল ইস্তিকলাল | বন্ধ | |
২৫ ডিসেম্বর | বড়দিন | ইদ আল মিলাদ আল মাজিদ | ক্যাথলিক তারিখ অনুসারে জর্ডানে বড়দিন উদযাপন করা হয়। | বন্ধ |
১০ জিলহজ | ঈদুল আযহা | ঈদ আল-আদহা, ঈদ আল-কবির | ইব্রাহিম (আ.) এর ত্যাগকে স্মরণ করে পালন করা হয়ে থাকে | বন্ধ |
১ শাওয়াল | ঈদুল ফিতর | ঈদ আল ফিতর | রোযার ঈদ, পুরো রমজান মাস ধরে ফরজ রোজার শেষে পালিত হয়। | বন্ধ |
১ মুহাররম | হিজরী নববর্ষ | রাস আস-সানাহ আল হিজরী | ইসলামী নতুন বছর | বন্ধ |
২৭ রজব | লাইলাতুল মেরাজ | ইসরা ওয়াল মিরজ | ইসলামের নবী মুহাম্মদের (সা.) ঐশ্বরিক উপায়ে ঊর্ধ্বাকাশে আরোহণ করেছিলেন এবং স্রষ্টার সাথে সাক্ষাৎ করেন সেই রাত। | খোলা |
১২ রবি 'আল-আওয়াল | নবী মুহাম্মদ এর আবির্ভাব | মাওলিদুন নবী | বন্ধ |
পাদটীকা: জর্ডান ছুটির দিন প্রায়ই পরিবর্তিত হয়ে থাকে। সরকার চাইলে ছুটির দিন পরিবর্তন করতে পারে অন্যদিনে নিয়ে যেতে পারে- সাধারণত ছুটির দিন দীর্ঘায়িত করার জন্য।