জর্ডানের জাতীয় পতাকা

(জর্ডানের পতাকা থেকে পুনর্নির্দেশিত)

জর্ডানের জাতীয় পতাকা প্রথম বিশ্বযুদ্ধের সময়ে উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে সংঘটিত আরব বিদ্রোহের স্মরণে প্রণীত হয়েছে। পতাকাটিতে কালো, সাদা, ও সবুজ বর্ণের তিনটি অনুভূমিক অংশ রয়েছে। এগুলি বাম দিকে একটি লাল ত্রিভূজের দ্বারা সংযুক্ত। অনুভূমিক অংশগুলি আব্বাসীয়, উমাইয়া, ও ফাতেমীয় খেলাফতের প্রতীক। লাল তারকাটি হাশেমীয় রাজবংশ ও আরব বিপ্লবের প্রতীক। সাত কোণা তারকাটির দুই রকমের তাৎপর্য আছে -- এটি কুরআন শরীফ এর প্রথম সুরা'র ৭টি আয়াতের প্রতীক, এবং একই সাথে এটি আরবদের একতারও চিহ্ন। কারো কারো মতে এটি জর্ডানের রাজধানী আম্মান শহরের চার পাশে অবস্থিত ৭টি পাহাড়ের প্রতীক হতে পারে। [][][]

Jordan
ব্যবহার Civil এবং state flag, civil এবং state ensign
অনুপাত 1:2
গৃহীত 18 April 1928
অঙ্কন চারটি রঙ্গের সমন্বয়ে ।
Jordan পতাকার রূপভেদ
ব্যবহার Naval ensign
Jordan পতাকার রূপভেদ
ব্যবহার Royal standard
অনুপাত: ১:২

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Flags of the World: Jordan"। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৫ 
  2. "The World Fact Book: Middle east: Jordan"cia.govCentral Intelligence Agency। ২৯ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৫ 
  3. "National Anthem"kinghussein.gov.jo। Government of Jordan। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৫