হোর্হে গোতোর

স্পেনীয় ফুটবল খেলোয়াড়
(জর্জ গটর থেকে পুনর্নির্দেশিত)

হোর্হে গোতোর (জন্ম: ১৪ এপ্রিল ১৯৮৭) একজন স্পেনীয় পেশাদার ফুটবলার, যিনি স্পেন অনূর্ধ্ব-১৭ দলের প্রাক্তন খেলোয়াড় এবং বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দল বসুন্ধরা কিংসে মধ্য রক্ষণভাগে খেলে থাকেন।

হোর্হে গোতোর
Jorge Gotor
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম হোর্হে গোতোর ব্লাস
জন্ম (1987-04-14) ১৪ এপ্রিল ১৯৮৭ (বয়স ৩৬)
জন্ম স্থান জারাগোজা, স্পেন
উচ্চতা ১.৮৭ মিটার (৬ ফুট ২ ইঞ্চি)
মাঠে অবস্থান Centre back
ক্লাবের তথ্য
বর্তমান দল
Bashundhara Kings
জার্সি নম্বর 34
যুব পর্যায়
2002–2005 Zaragoza
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
2005–2008 Zaragoza B 45 (3)
2008–2009 Espanyol B 24 (1)
2009–2010 Murcia B 25 (1)
2010–2011 Murcia 17 (1)
2011–2012 হেতাফে বি 32 (3)
2012 আতলেতিকো বালেয়ারেস 9 (1)
2013 গিহুয়েলো 9 (0)
2013–2014 Sariñena 10 (1)
2014 Erbil ? (1)
2015–2017 এলদেন্সে 41 (2)
2017 Mitra Kukar 24 (2)
2018 New Radiant
2018– Bashundhara Kings 4 (0)
জাতীয় দল
2004 Spain U17 5 (0)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং 4 November 2018 তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।

ক্লাব কর্মজীবন সম্পাদনা

হোর্হে গোতোর জারাগোজাতে জন্মগ্রহণ করেন এবং রিয়েল জারাগোজা একাডেমিতে কিশোর বয়সেই ফুটবলে তার অভিষেক হয়। যুব বয়সে তিনি ২০০৪-০৫ সেশনে জারাগোজা বি দলে হয়ে খেলেন। এরপর তিনি পর্যাক্রমে আরসিডি স্পায়ল, রিয়েল মুরিসিয়া ইম্পেরিয়াল, রিয়েল মুরসিয়া, গেটাফা সিএফবি, সিডি অ্যাটলেটিকো ব্যালেরাস এবং গিহুয়েলোতে খেলেন।

২০১৪ সালের গ্রীষ্মকালে, গোতোর দেশের বাইরে ক্যারিয়ার গড়তে মনোযোগ দেন, তিনি বোরজা রুবিয়াতোর পাশাপাশি খেলার জন্য ইরাকের ইবরিল এসসিতে যোগ দেন। ইবরিলে বোমা হামলার পর ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি চুক্তি শেষ না হওয়ার সত্ত্বেও তিনি দেশ ছেড়ে চলে যান।

২০১৮ সালে মালদ্বীপের নিউ রেডিয়েন্ট ক্লাবে কিছুদিন খেলার পর ২০১৮ সালের ১লা অক্টোবর ৩১ বছর বয়সী গোতোর বাংলাদেশের প্রিমিয়ার লীড়ের ক্লাব বসুন্ধরা কিংসের সাথে চুক্তিবদ্ধ হন।[১]

আন্তর্জাতিক কর্মজীবন সম্পাদনা

হোর্হে গোতোর স্পেন জাতীয় অনূর্ধ্ব-১৭ দলে খেলে থাকেন। অনূর্ধ্ব ১৭ দল ৫ ম্যাচ খেললেও কোনো গোল করেননি।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "দলবদলে বসুন্ধরা কিংসের চমক"সমকাল। ২০২২-০৩-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০২-২৫