জর্জ অ্যান্ডারসন
স্যার জর্জ অ্যান্ডারসন সিআইই, সিএসআই (১৫ মে ১৮৭৬ – ১৫ মে ১৯৪৩) হলেন একজন প্রখ্যাত অধ্যাপক ও শিক্ষাবিদ এবং ঔপনিবেশিক আমলের ব্রিটিশ পদস্থ সরকারি কর্মকর্তা।[১] তিনি ইন্ডিয়ান এডুকেশনাল সার্ভিসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সন্মানজনক নাইটহুড খেতাবে ভূষিত হন।[২]
স্যার জর্জ অ্যান্ডারসন | |
---|---|
জন্ম | ১৫ মে ১৮৭৬ |
মৃত্যু | ১৫ মে ১৯৪৩ |
জাতীয়তা | ব্রিটিশ |
শিক্ষা | স্নাতক (আধুনিক ইতিহাস) |
মাতৃশিক্ষায়তন | অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় |
পেশা | ব্রিটিশ উপনিবেশিক সরকারি কর্মকর্তা |
জন্ম ও প্রাথমিক জীবন
সম্পাদনাএডওয়ার্ড জন অ্যান্ডারসনের সন্তান জর্জ অ্যান্ডারসন ১৮৭৬ সালের ১৫ মে জন্মগ্রহণ করেন এবং প্রথমে উইনচেস্টার কলেজ ও পরে অক্সফোর্ড থেকে ১৮৯৯ সালে আধুনিক ইতিহাসে স্নাতক ডিগ্রি লাভ করেন।[১]
কর্মজীবন
সম্পাদনাইস্টবোর্নের একটি স্কুলে সহকারী শিক্ষক হিসাবে কর্মজীবন শুরু করা স্যার জর্জ ১৯০৩ সাল থেকে ১৯০৮ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার ট্রান্সভাল এডুকেশন ডিপার্টমেন্টে কর্মরত থাকার পর ১৯০৯ সালে ভারতে বদলি হয়ে আসেন এবং ১৯৩৬ সাল পর্যন্ত এখানকার বিভিন্ন প্রদেশের শিক্ষা বিভাগে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।[১][৩]
রচনাবলী
সম্পাদনাশিক্ষা বিভাগে কর্মরত থাকা অবস্থায় তিনি ভারতবর্ষের বিভিন্ন বিষয়াবলী নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পুস্তক রচনা করেন, যার মধ্যে রয়েছেঃ[১][৩][৪]
- এ শর্ট হিস্টরি অব দ্য ব্রিটিশ এম্পায়ার (ই. মার্সডেন সহযোগে) ১৯১২;
- ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া, ১৯১৩;
- দ্যা এক্সপানশন অব ব্রিটিশ ইন্ডিয়া (১৮১৮-১৮৫৮) (এম. সুডেবার সহযোগে) ১৯১৮;
- ক্রিস্টিয়ান এডুকেশন ইন ইন্ডিয়া (এইচ. হোয়াইটহেড সহযোগে), ১৯৩২।
আরও দেখুন
সম্পাদনাটীকা
সম্পাদনা- ↑ ক খ গ ঘ মো. মামুনূর রশীদ (জানুয়ারি ২০০৩)। "অ্যান্ডারসন, স্যার জর্জ"। সিরাজুল ইসলাম। [[বাংলাপিডিয়া]]। ঢাকা: এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ। আইএসবিএন 984-32-0576-6। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৮। ইউআরএল–উইকিসংযোগ দ্বন্দ্ব (সাহায্য)
- ↑ London Gazette (৩১৭১২)। ৩০ ডিসেম্বর ১৯১৯। পৃষ্ঠা ৫।
|শিরোনাম=
অনুপস্থিত বা খালি (সাহায্য); - ↑ ক খ "Anderson, Sir George: Teachers College Record"। Teachers College, Columbia University। ২৬ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৮।
- ↑ "Books : "Sir George Anderson""। www.amazon.com। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৮।
তথ্যসূত্র
সম্পাদনা- Obituary, The Times, 17 May 1943.
- Who Was Who.
বহিঃসংযোগ
সম্পাদনা- স্যার জর্জ অ্যান্ডারসন - বাংলাপিডিয়া হতে সংকলিত নিবন্ধ।