জয়াসুধা

ভারতীয় অভিনেত্রী
(জয়সুধা থেকে পুনর্নির্দেশিত)

জয়সুধা (জন্ম: সুজাতা নিদুদাভোলু ) হলেন একজন ভারতীয় অভিনেত্রী এবং রাজনীতিবিদ। যিনি মূলত তেলুগু সিনেমায় তার কাজের জন্য পরিচিত। তিনি কয়েকটি তামিল, কন্নড়, মালয়ালম এবং হিন্দি চলচ্চিত্রেও কাজ করেছেন।[১] প্রাকৃতিক অভিনেত্রী হিসেবে পরিচিত, তিনি জ্যোতি (১৯৭৬), ইদি কথা কাডু (১৯৭৯), প্রেমাভিষেকম (১৯৮১), মেঘাসন্দেসাম (১৯৮২), এবং ধর্মমুডু (১৯৮৩) এর মতো কাজগুলিতে অভিনয়ের জন্য পাঁচটি রাজ্য নন্দী পুরস্কার পান। তিনি জ্যোতি (১৯৭৬), আমে কথা (১৯৭৭), গৃহ প্রবাসম (১৯৮২), আম্মা নান্না ও তামিল আম্মায়ি (২০০৪), এবং কথা বাঙ্গারু লোকম (২০০৮) ছবিতে অভিনয়ের জন্য দক্ষিণে পাঁচটি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন।[২] ২০০৮ সালে, তিনি ANR জাতীয় পুরস্কার পান, এবং ২০১০ সালে ভারতীয় চলচ্চিত্রে তার অবদানের জন্য তিনি ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড - দক্ষিণ জিতেছিলেন।[৩] জয়সুধা ২০০৯-২০১৪ সালে অন্ধ্রপ্রদেশের পূর্ববর্তী যৌথ সরকারে সেকেন্দ্রাবাদ নির্বাচনী এলাকা থেকে বিধানসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।[৪]

জয়সুধা কাপুর
সদস্য, আইনসভা, অন্ধ্র প্রদেশ, ভারত
কাজের মেয়াদ
২০০৯ – ২০১৪
সংসদীয় এলাকাসিকান্দারাবাদ, অন্ধ্র প্রদেশ, ভারত
ব্যক্তিগত বিবরণ
জন্মসুজাতা নিড়ুদাভোলু
(1958-12-17) ১৭ ডিসেম্বর ১৯৫৮ (বয়স ৬৫)
মাদ্রাজ, মাদ্রাজ স্টেট, ভারত
(এখন চেন্নাই, তামিলনাড়ু)
জাতীয়তাভারতীয়
দাম্পত্য সঙ্গীনিতিন কাপুর (১৯৮৫-২০১৭ (ব্যক্তিটির মৃত্যু)
সন্তাননিহার কাপুর এবং শ্রিয়ান কাপুর
পেশাঅভিনেত্রী, রাজনীতিবিদ

কর্মজীবন সম্পাদনা

১৯৫৮ সালের ১৭ই ডিসেম্বর তৎকালীন মাদ্রাজ শহরে জয়াসুধার জন্ম, তার জন্মনাম ছিলো সুজাতা নিড়ুদাভোলু, একটি তেলুগুভাষী পরিবারে তার জন্ম হয়েছিলো।[৫] তার মসী বিজয়া নির্মলা তেলুগু চলচ্চিত্রে অভিনয় করতেন। ১৯৭২ সালে মুক্তিপ্রাপ্ত তেলুগু চলচ্চিত্র 'পান্ডাত্তি কাপুরাম' ছিলো জয়াসুধা অভিনীত প্রথম চলচ্চিত্র, তিনি ১৯৭০ সালে ১২বছর বয়সে চলচ্চিত্রটিতে অভিনয় করা শুরু করেছিলেন। ১৯৭৩ সালের তামিল চলচ্চিত্র 'আরাংগেট্রাম' ছিলো জয়াসুধার প্রথম তামিল ভাষার চলচ্চিত্র, এই চলচ্চিত্রের পরিচালক ছিলেন তামিল চলচ্চিত্রের খ্যাতনামা পরিচালক কৈলাস বলচন্দ, চলচ্চিত্রটিতে তখনকার তরুণ কমল হাসন ছিলেন। কৈলাস বলচন্দ পরিচালিত তিনটি গুরুত্বপূর্ণ তামিল চলচ্চিত্রে অভিনয় করেন জয়াসুধাঃ 'সোল্লাদান নিনাইক্কিরেন' (১৯৭৩), 'নান আভানিল্লাই' (১৯৭৪) এবং 'অপূর্ব রাগাঙ্গাল' (১৯৭৫)। এছাড়াও তেলুগু মহানায়ক চিরঞ্জীবীর সঙ্গে 'ইদি কথা কাদু' (১৯৭৯, তেলুগু) তে অভিনয় করেন জয়াসুধা, এটিও কে. বলচন্দ পরিচালনা করেছিলেন।

তেলুগু, তামিল, কন্নড় এবং মালয়ালম মিলিয়ে ৩২৫ টি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন জয়াসুধা।[৬]

পুরস্কার সম্পাদনা

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস দক্ষিণ
  • ফিল্মফেয়ার সেরা অভিনেত্রীর পুরস্কার (তেলেগু) - জ্যোতি (1976)
  • ফিল্মফেয়ার সেরা অভিনেত্রীর পুরস্কার (তেলেগু) - আমে কথা (1977)
  • ফিল্মফেয়ার সেরা অভিনেত্রীর পুরস্কার (তেলেগু) - গৃহপ্রবাসম (1982)
  • ফিল্মফেয়ার সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার (তেলেগু) – আম্মা নান্না ও তামিল আম্মায়ি (2004)
  • ফিল্মফেয়ার সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার (তেলেগু) – কথা বাঙ্গারু লোকম (২০০৮)
  • ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড - দক্ষিণ (2010)
নন্দী পুরস্কার
  • শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য নন্দী পুরস্কার - জ্যোতি (1976)
  • শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য নন্দী পুরস্কার - ইদি কথা কাডু (1979)
  • শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য নন্দী পুরস্কার - প্রেমাভিষেকম (1981)
  • শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য নন্দী পুরস্কার - মেঘাসন্দেসাম (1982)
  • শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য নন্দী পুরস্কার - ধর্মাতমুডু (1983)
অন্যান্য পুরস্কার
  • শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য কালাসাগর পুরস্কার - মেঘাসন্দেসাম (1982)
  • প্রাইড অফ ইন্ডিয়ান সিনেমা অ্যাওয়ার্ড (2007)
  • অন্ধ্র প্রদেশ সিনেগোয়ার্স অ্যাসোসিয়েশন - লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড (2008)
  • ANR জাতীয় পুরস্কার (2008)

তথ্যসূত্র সম্পাদনা

  1. "51st Annual Manikchand Filmfare Award winners"। The Times of India। ৪ জুন ২০০৪। ২৪ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০১২ 
  2. Chowdhary, Y. Sunita (৯ আগস্ট ২০১৮)। "Jayasudha gets candid on her films and life's journey"The Hindu 
  3. "Great Andhra"। Great Andhra। ১৫ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০১২ 
  4. "51st Annual Manikchand Filmfare Award winners"The Times of India। ৪ জুন ২০০৪। ২৪ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০১২ 
  5. http://www.rediff.com/movies/2000/may/13jaya.htm
  6. rediff.com, Movies: The Jayasudha interview

বহিঃসংযোগ সম্পাদনা