জয়ন্ত শেখর

পঞ্চকোট রাজ্যের রাজা

জয়ন্ত শেখর পঞ্চকোট রাজ্য শাসনকারী শেখর রাজবংশের পঞ্চদশ রাজা ছিলেন।

জয়ন্ত শেখর
পঞ্চকোট রাজ্যের রাজা
রাজত্ব৫২৪-৫৪১
পূর্বসূরিহরবৈদ্যনাথ শেখর
উত্তরসূরিযুধিষ্ঠির শেখর
বংশধরযুধিষ্ঠির শেখর
চন্দ্র শেখর
উদয়নাথ শেখর
কন্দর্প শেখর
শম্ভুনাথ শেখর
রাজবংশশেখর রাজবংশ
পিতাহরবৈদ্যনাথ শেখর
ধর্মব্রাহ্মণ্য ধর্ম

সংক্ষিপ্ত পরিচিতি সম্পাদনা

জয়ন্ত শেখর পঞ্চকোট রাজ্য শাসনকারী শেখর রাজবংশের চতুর্দশ রাজা হরবৈদ্যনাথ শেখরের পুত্র ছিলেন। তিনি ৫২৪ খ্রিস্টাব্দ হতে ৫৪১ খ্রিস্টাব্দ পর্য্যন্ত রাজ্য শাসন করেন। যুধিষ্ঠির শেখর, চন্দ্র শেখর, উদয়নাথ শেখর, কন্দর্প শেখর ও শম্ভুনাথ শেখর নামক তাঁর পাঁচ পুত্র ছিল।[১]:৩২-৩৩

তথ্যসূত্র সম্পাদনা

  1. রাখালচন্দ্র, চক্রবর্তী (২০১৩) [১৯৩৩]। দিলীপ কুমার গোস্বামী, সম্পাদক। পঞ্চকোট ইতিহাস (চতুর্থ সংস্করণ)। বজ্রভূমি প্রকাশনী, বিদ্যাসাগর পল্লী, সাউথ লেক রোড, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ -৭২৩১০১। 
জয়ন্ত শেখর
রাজত্বকাল শিরোনাম
পূর্বসূরী
হরবৈদ্যনাথ শেখর
পঞ্চকোট রাজ্যের রাজা
৫২৪-৫৪১
উত্তরসূরী
যুধিষ্ঠির শেখর