জয়নাল আবেদীন (সচিব)

বাংলাদেশের সচিব ও সাবেক প্রধান তথ্য কর্মকর্তা

জয়নাল আবেদীন বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন কর্মকর্তা। তিনি তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।[১]

কর্মজীবন সম্পাদনা

জয়নাল আবেদীন বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের ১৯৮৪ ব্যাচের একজন কর্মকর্তা।[২] কর্মজীবনে তিনি স্পিকারের একান্ত সচিব, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সচিব, জাতীয় সংসদের পরিচালক (গণসংযোগ), তথ্য অধিদফতরের অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা ও প্রধান তথ্য কর্মকর্তাসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।[৩] ২০২২ খ্রিষ্টাব্দে তিনি সচিব হিসেবে পদোন্নতি লাভ করেন।[৪] বর্তমানে তিনি রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।[৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "রাষ্ট্রপ্রতির প্রেস সচিবের দায়িত্বে ফিরলেন জয়নাল আবেদীন"রাইজিংবিডি.কম। ৩০ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০২২ 
  2. "রাষ্ট্রপতির নতুন প্রেসসচিব জয়নাল আবেদীন"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৮ জুন ২০১৫। ৫ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০২২ 
  3. "প্রধান তথ্য কর্মকর্তা হলেন জয়নাল আবেদীন"একুশে টেলিভিশন। ৯ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০২২ 
  4. "চুক্তিতে আরও ৩ বছর রাষ্ট্রপতির প্রেস সচিব থাকছেন জয়নাল"জাগোনিউজ২৪.কম। ৯ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০২২ 
  5. "আরও ৩ বছর রাষ্ট্রপতির প্রেসসচিব থাকছেন জয়নাল"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৯ জানুয়ারি ২০২২। ৫ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০২২