জয়চন্ডী পাহাড়

(জয়চণ্ডী পাহাড় থেকে পুনর্নির্দেশিত)

জয়চন্ডী পাহাড় হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলায় অবস্থিত একটি পাহাড় শৃঙ্খলা, এটি বেশ কটি পাহাড় নিয়ে গঠিত। প্রতিটি পাহাড়ের নিজস্ব নাম আছে, যেমন- যোগীঢাল, চন্ডী, ঘড়ি, সিজানো, রাম-সীতা প্রভৃতি৷ জেলার রঘুনাথপুর মহকুমার সদর শহর রঘুনাথপুর থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত। পুরুলিয়া-বরাকর রোডের ধারে অবস্থিত জয়চন্ডী পাহাড় একটি পর্যটন কেন্দ্র এবং পর্বতারোহণ শিক্ষাকেন্দ্র। ভারতীয় রেলের দক্ষিণপূর্ব রেল ক্ষেত্রের আসানসোল-আদ্রা বিভাগের একটি স্টেশন হল জয়চন্ডী পাহাড় রেল স্টেশনসত্যজিৎ রায় পরিচালিত হীরক রাজার দেশে ছবির শ্যুটিং এখানে হয়েছিল।

জয়চন্ডী পাহাড়
জয়চন্ডী পাহাড়
ভূগোল
অবস্থানরঘুনাথপুর, পুরুলিয়া জেলা, পশ্চিমবঙ্গ, ভারত
মূল পরিসীমাছোটো নাগপুর মালভূমি
জয়চন্ডী পাহাড়ের একটি অংশ

ভূগোল সম্পাদনা

 
 
Location of the area of Joychandi Pahar and Its Railways Station in West Bengal

২৩°৩৩′ উত্তর ৮৬°৪০′ পূর্ব / ২৩.৫৫° উত্তর ৮৬.৬৭° পূর্ব / 23.55; 86.67 অক্ষ-দ্রাঘিমাংশে জয়চণ্ডী পাহাড় অবস্থিত।[১] এই পাহাড়ের গড় উচ্চতা ১৫৫ মি (৫০৯ ফু)। এটি ছোটো নাগপুর মালভূমির সবচেয়ে নিচু ধাপে অবস্থিত।[২]

পাদটীকা সম্পাদনা

  1. Falling Rain Genomics, Inc - Raghunathpur
  2. Houlton, Sir John, Bihar, the Heart of India, 1949, p. 170, Orient Longmans Ltd.