জন বুলোক (সাংবাদিক)

ব্রিটিশ সাংবাদিক

জন অ্যাঞ্জেল বুলোক (১৫ এপ্রিল ১৯২৮ - ১৮ নভেম্বর ২০১০) ডেইলি টেলিগ্রাফের একজন বিদেশী সংবাদদাতা ছিলেন।

তিনি গ্ল্যামারগানশায়ারের পেনার্থে জন্মগ্রহণ করেন। তার বাবা, একজন মার্চেন্ট নেভি ক্যাপ্টেন, স্পেনের গৃহযুদ্ধের সময় বার্সেলোনায় নিহত হন। সাংবাদিকতায় আসার আগে বুলোক তার বাবার কর্মজীবনকে বেশ কয়েক বছর ধরে একজন নাবিক হিসেবে অনুসরণ করেছিলেন। ২৩ বছর বয়সে তার প্রথম কাজ ছিল ওয়েস্টার্ন মেইলে। তিনি ১৯৫৮ সালে ডেইলি টেলিগ্রাফে যোগ দেন।

তিনি ৭ বছর ধরে বৈরুতে অবস্থান করেছিলেন। ১৯৮৮ সালে তিনি দ্য ইন্ডিপেন্ডেন্টে কূটনৈতিক সম্পাদক হয়ে যোগদান করেন এবং ১৯৯১ সালে অবসর গ্রহণের আগে পর্যন্ত কাজ করেন।[১][২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Final Conflict. The War in Lebanon. (1983). Century London. আইএসবিএন ০-৭১২৬-০১৭১-৬. Inside dust cover
  2. "John Bulloch"The Daily Telegraph। ৩ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 

বহিঃসংযোগ সম্পাদনা