জন জেমস রিকার্ড ম্যাক্লিয়ড
চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরষ্কার বিজয়ী
জন জেমস রিকার্ড ম্যাক্লিয়ড (জন্ম: ৬ সেপ্টেম্বর, ১৮৭৬ - মৃত্যু: ১৬ মার্চ, ১৯৩৫) একজন স্কটিশ প্রাণরসায়নবিদ এবং শারীরতত্ত্ববিদ।
জন জেমস রিকার্ড ম্যাক্লিয়ড | |
---|---|
![]() J.J.R. Macleod ca. 1928 | |
জন্ম | |
মৃত্যু | ১৬ মার্চ ১৯৩৫ | (বয়স ৫৮)
জাতীয়তা | স্কটিশ |
নাগরিকত্ব | যুক্তরাজ্য |
মাতৃশিক্ষায়তন | অ্যাবার্ডীন বিশ্ববিদ্যালয় |
পরিচিতির কারণ | ইনসুলিন |
পুরস্কার | চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯২৩) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | চিকিৎসাবিজ্ঞা |
জীবনীসম্পাদনা
ম্যাক্লিয়ড অ্যাবার্ডীন বিশ্ববিদ্যালয় থেকে ১৮৯৮ সালে চিকিৎসাবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ১৯০২ সালে তিনি লন্ডন হসপিটাল মেডিকেল স্কুলে প্রাণরসায়নের প্রভাষক হিসেবে নিযুক্ত হন। একই বছর কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে তিনি জনস্বাস্থ্যে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। ১৯০৩ সালে তিনি কেস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটিতে শারীরতত্ত্বের প্রভাষক পদে যোগ দেন। এখানে তিনি ১৫ বছর কর্মরত ছিলেন। প্রথম বিশ্বযুদ্ধের পর তিনি শারীরতত্ত্ব ল্যাবের পরিচালক এবং মেডিকেল অনুষদের ডীনের সহকারী নিযুক্ত হন। ১৯২৮ সালে তিনি স্কটল্যান্ডে ফিরে অ্যাবার্ডীন বিশ্ববিদ্যালয় এর শারীরতত্ত্বের অধ্যাপক এবং পরে মেডিকেল অনুষদের ডীন হন।
পুরস্কার ও সম্মাননাসম্পাদনা
- নোবেল পুরস্কার, ১৯২৩
- রয়েল সোসাইটি অব কানাডা, ১৯১৯
- রয়েল সোসাইটি
তথ্যসূত্রসম্পাদনা
বহি:সংযোগসম্পাদনা
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
- রয়েল সোসাইটি অব এডিনবার্গ