জন আন্দোলন পার্টি (জেএপি) বা অল ইন্ডিয়া জন আন্দোলন পার্টি (এআইজেএপি) হল ভারতের কালিম্পং জেলা এবং দার্জিলিং জেলায় অবস্থিত একটি রাজনৈতিক দল। জেএপি ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। দলের সভাপতি ডাঃ হরকা বাহাদুর ছেত্রী, যিনি কালিম্পংয়ের প্রাক্তন বিধায়ক[১]

নির্বাচনী ইতিহাস

সম্পাদনা

জেএপি ২০১৬ সালে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা নির্বাচনে কালিম্পং থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এর প্রার্থী হরকা বাহাদুর ছেত্রী গোর্খা জনমুক্তি মোর্চা প্রার্থী সরিতা রাইয়ের কাছে অল্পের জন্য হেরেছেন।[২] ২০১৭ সালের কালিম্পং পৌরসভা নির্বাচনে, জেএপি দুটি আসন জিতেছিল।[৩] ২০১৯ সালে, হরকা বাহাদুর ছেত্রী দার্জিলিং কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে অসফলভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। জেএপি থেকে অমর লামা ২০১৯ সালে দার্জিলিং বিধানসভা কেন্দ্র থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কিন্তু হেরেছিলেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "New party launched in Darjeeling"The Hindu। ২৭ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৯ 
  2. "Darjeeling eludes Mamata's TMC, GJM retains hold over hilly district"। The Indian Express। ২০ মে ২০১৬। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৯ 
  3. "In retrospect: TMC's Hill debut in Mirik a commendable job"। Millennium post। ১৯ মে ২০১৭। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৯