জনিয়া বিধানসভা কেন্দ্র

আসামের বিধানসভা কেন্দ্র

জনিয়া বিধানসভা উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের বিধানসভার ১২৬টি নির্বাচনী এলাকার মধ্যে অন্যতম। এই আসনটি সংরক্ষিত নয়।[১][২] এই বিধানসভা কেন্দ্রটি ১৯৫৭ সাল থেকে কার্যকর এবং সর্বাধিকবার বিজিত দলটি হলো ভারতীয় জাতীয় কংগ্রেস (সাত বার)।

জনিয়া
বিধানসভা কেন্দ্র
আসামের ১২৬ টি বিধানসভা কেন্দ্রের ৪৪ নং চিহ্নিত কেন্দ্রটি জনিয়া
আসামের ১২৬ টি বিধানসভা কেন্দ্রের ৪৪ নং চিহ্নিত কেন্দ্রটি জনিয়া
দেশ ভারত
রাজ্যআসাম
বিভাগনিম্ন আসাম
জেলাবড়পেটা
কেন্দ্র নং.৪৪
লোকসভা কেন্দ্র৬. বড়পেটা
নির্বাচনী বছর২,১১,৯২০ (২০২১)

ভোটার পরিসংখ্যান সম্পাদনা

২০২১ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ২,১১,৯২০ জন যার মধ্যে পুরুষ ভোটার ১,০৯,৫৪৫ জন এবং নারী ভোটার ১,০২,৩৭৪ জন। এছাড়াও একজন নথিভূক্ত ভোটার নিজেদের তৃতীয় লিঙ্গ বলে উল্লেখ করেছেন। জনিয়া বিধানসভা কেন্দ্রে ২০২১ ভোটার লিঙ্গানুপাত ৯৩৫।

২০১৬ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ছিলো ১,৭৩,৭৩৫ জন যার মধ্যে পুরুষ ভোটার ৯১,৩৭২ জন এবং নারী ভোটার ৮২,৩৬৩ জন। আবার ২০১১ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ১,৩৬,৯৩৯ জন যার মধ্যে পুরুষ ভোটার ৭৩,৯৫০ জন এবং নারী ভোটার ৬২,৯৮৯ জন।[৩]

বিধানসভার সদস্য সম্পাদনা

নির্বাচন[৪] বিধায়ক দল সময়কাল
২০২১ রফিকুল ইসলাম এআইইউডিএফ ২০১৯-বর্তমান
২০১৯
২০১৬ আব্দুল খালেক আইএনসি ২০১৬-১৯
২০১১ রফিকুল ইসলাম এআইইউডিএফ ২০১১-১৬
২০০৬ আব্দুল খালেক আইএনসি ২০০৬-১১
২০০১ আসাহক আলি আইএনসি ২০০১-০৬
১৯৯৬ আব্দুর রৌফ ইউডিএফ ১৯৯৬-০১
১৯৯১ আসাহক আলি স্বতন্ত্র ১৯৯১-৯৬
১৯৮৫ এ.এফ গোলাম ওসমানী ইউডিএফ ১৯৮৫-৯১
১৯৮৩ আবদুস শোভন স্বতন্ত্র ১৯৭৮-৮৫
১৯৭৮ আইএনসি
১৯৭২ আতাউর রহমান ১৯৭২-৭৮
১৯৬২ ফখরুদ্দিন আলি আহমেদ ১৯৫৭-৬৭
১৯৫৭

নির্বাচনী ফলাফল সম্পাদনা

২০২১ ফলাফল সম্পাদনা

আসাম বিধানসভা নির্বাচন, ২০২১ : জনিয়া[৫]
দল প্রার্থী ভোট % ±%
গণতান্ত্রিক মোর্চা রফিকুল ইসলাম ১,৫৬,১৮৩ ৮৪.৬০% +৪৭.৫০
বিজেপি শহিদুল ইসলাম ১১,৪০৮ ৬.১৮% +২.২৫
স্বতন্ত্র আশরাফুল ইসলাম ৮,৩৩৪ ৪.৫১% অপ্রযোজ্য
স্বতন্ত্র ফারুক খান ১,৮৩৮ ১.০০% অপ্রযোজ্য
স্বতন্ত্র রাইজুদ্দিন ১,৭৪৪ ০.৯৫% অপ্রযোজ্য
স্বতন্ত্র আব্দুল জলিল তালুকদার ১,২১২ ০.৬৬% অপ্রযোজ্য
উপরের কোনোটিই নয় উপরের কোনোটিই নয় ৩,৮৯৬
জয়ের ব্যবধান ১,৪৪,৭৭৫ ৭৮.৪২% +৫৯.১২
ভোটার উপস্থিতি ১,৮৪,৬১৫ ৮৭.০২% -১.৮৬
কংগ্রেস থেকে গণতান্ত্রিক মোর্চা অর্জন করেছে সুইং +১১.৭৩

২০১৬ ফলাফল সম্পাদনা

আসাম বিধানসভা নির্বাচন, ২০১৬ : জনিয়া
দল প্রার্থী ভোট % ±%
কংগ্রেস আব্দুল খালেক ৮৬,৯৩০ ৫৬.৪০
গণতান্ত্রিক মোর্চা রফিকুল ইসলাম ৫৭,১৯৪ ৩৭.১০
বিজেপি বেনোজির আরফান ৬,০৬৭ ৩.৯৩
সিপিআই(এম) মইনুল হক ১,৯৭৬ ১.২৮
আরএসসি আমির হোসেন ৭৬৯ ০.৪৯
আরজেপি মোঃ সুলতান মাহমুদ ৫০৬ ০.৩২
উপরের কোনোটিই নয় ওপরের কোনোটিই নয় ৬৮৯ ০.৪৪
সংখ্যাগরিষ্ঠতা ২৯,৭৩৬ ১৯.৩০
ভোটার উপস্থিতি ১,৫৪,১৩১ ৮৮.৮৮
নিখিল ভারত সংযুক্ত গণতান্ত্রিক মোর্চা থেকে কংগ্রেস অর্জন করেছে সুইং

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (পিডিএফ)। The Election Commission of India। পৃষ্ঠা 42, 72। ৫ অক্টোবর ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৬ 
  2. "About Jania constituency"Election.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২১ 
  3. https://www.news18.com/assembly-elections-2021/assam/jania-election-result-s03a044/
  4. "List of Wiining MLA's from Patharkandi Till Date"। elections.in। সংগ্রহের তারিখ অক্টো ১৬, ২০২১ 
  5. "AC_Wise Final Result as per Form 21E"CEO Assam (ইংরেজি ভাষায়)।