জটিলেশ্বর মুখোপাধ্যায়
ভারতীয় বাঙালি গায়ক ও সুরকার
জটিলেশ্বর মুখোপাধ্যায় (১৩ ডিসেম্বর ১৯৩৪ – ২১ ডিসেম্বর ২০১৭) ছিলেন ভারতের একজন প্রখ্যাত সঙ্গীত পরিচালক, গায়ক ও গীতিকার।[১]
জটিলেশ্বর মুখোপাধ্যায় | |
---|---|
![]() | |
প্রাথমিক তথ্য | |
জন্ম | চুঁচুড়া, পশ্চিমবঙ্গ, ভারত | ১৩ ডিসেম্বর ১৯৩৪
মৃত্যু | ২১ ডিসেম্বর ২০১৭ | (বয়স ৮৩)
পেশা | সঙ্গীত পরিচালক, নেপথ্য কণ্ঠশিল্পী, গীতিকার |
কার্যকাল | ১৯৫০ – ২০১৭ |
জন্ম ও পারিবারিক পরিচিতি
সম্পাদনাজটিলেশ্বর ১৯৩৪ সালের ১৩ ডিসেম্বর অবিভক্ত বাংলার চুঁচুড়ায় জন্মগ্রহণ করেন। আট ভাইয়ের মধ্যে জটিলেশ্বর সবচেয়ে ছোট। দাদারা অনেকেই ভালো গান গাইতেন গান গাওয়ার পেছনে তাঁর অনুপ্রেরণা মা অন্নপূর্ণা ও দাদা কপিলেশ্বর মুখোপাধ্যায়।[২][৩]
সঙ্গীত চর্চা
সম্পাদনাসতীনাথ মুখোপাধ্যায়, চিন্ময় লাহিড়ী ও সুধীন দাশগুপ্তের কাছ থেকে তিনি সঙ্গীতের তালিম নেন।[২][৪]
পুরস্কার ও সম্মাননা
সম্পাদনা২০১৩ সালে তিনি পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত আকাদেমি কর্তৃক জ্ঞানপ্রকাশ ঘোষ পদকে ভূষিত হন।[২] এছাড়াও তিনি সেরা সঙ্গীত পরিচালকের পুরস্কার পেয়েছেন ‘দামু’ ও ‘নটী বিনোদিনী’ চলচ্চিত্রে সুরারোপ করে।[৪]
তাঁর রচিত গান
সম্পাদনা- অথৈ সমুদ্দুর পেরিয়ে এলাম
- অনেক শহর গ্রাম ছাড়িয়ে
- অন্তরে শক্তিকে কমে যেতে দিও না
- আনমনে কত কিছু লিখে
- আমার অঙ্গে জ্বলে রঙমশাল
- আমার মন-দোতারার একটি তার
- আমার স্বপন কিনতে পারে
- আমি পথে যেতে যেতে শুনি হঠাৎ
- আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজি ভরেছি
- আলো রচনায় তুমি সূর্যকে হার মানালে
- এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার
- ও বাউল গেরুয়া তো পরেছ, একতারাটি ধরেছে
- ও মাঝিরে ও মাঝি
- কখনো কখনো মাটির প্রদীপ
- কলস কাঁখে নিয়ে দীঘির ঘাটে এলেই
- কাঁদে গো শচীমাতা নিমাই নিমাই
- কি কখন বলে বাঁশি
- কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস
- কোনো ভোরের পাখি কখনো কি বলবে
- কোনো হাতে মানায় কাঁকন কোনো হাতে বাজুবন্ধ
- চঞ্চল তোর ওই পাখাতে
- ছড়িয়ে রয়েছ কেন
- তোমার সঙ্গে দেখা না হলে
- পৃথিবীর যেখানে যত খাঁচার পাখি
- ফুলের ঘায়ে মূর্ছা গেছে ফুলের দেশের রাজকুমারী
- বধুয়া আমার চোখে জলে এনেছে
- বর্ণচোরা প্রজাপতি রে
- বাঁশিটার একটাই দোষ বলে রাধা রাধা
- বারমাসের জ্বালায় আমি হায়রে জ্বালাতন
- মনের নাগাল পাবো না জেনেও
- মোহনবাঁশি বাজে
- যতই বল তোমায় আমি ভুলছি না
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "প্রয়াত কিংবদন্তীর সঙ্গীতশিল্পি জটিলেশ্বর মুখপাধ্যায়"। সংবাদ প্রতিদিন অনলাইন। ২১ ডিসেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৭।
- ↑ ক খ গ "প্রয়াত প্রখ্যাত সঙ্গীতশিল্পী জটিলেশ্বর মুখোপাধ্যায়"। এই সময় অনলাইন। ২১ ডিসেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৭।
- ↑ চট্টোপাধ্যায়, অভীক (২০২২-১০-৩১T১৩:৩০:০০+০৫:৩০)। "সুরসন্ধানী জটিলেশ্বর « BanglaLive" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ 2023-06-05। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য) - ↑ ক খ "চলে গেলেন জটিলেশ্বর মুখোপাধ্যায়"। বিডিটোয়েন্টিফোর.কম অনলাইন। ২১ ডিসেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]