জগন্নাথ হল
জগন্নাথ হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান সম্প্রদায়সহ উপজাতি ছাত্রদের জন্য সংরক্ষিত হল। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম যে তিনটি হল নিয়ে যাত্রা শুরু করেছিল জগন্নাথ হল তার একটি। মানিকগঞ্জের বালিয়াটির জমিদার কিশোরীলাল চৌধুরীর পিতা জগন্নাথরায় চৌধুরীর নামে এই হলের নামকরণ করা হয়।[১] এই হলের প্রথম প্রভোস্ট ছিলেন অধ্যাপক নরেশচন্দ্র সেনগুপ্ত।[২] পরবর্তীতে বিভিন্ন সময়ে বিখ্যাত অধ্যাপক সত্যেন্দ্রনাথ বসু, অধ্যাপক জ্ঞানচন্দ্র ঘোষ, ড. গোবিন্দ চন্দ্র দেব, অধ্যাপক জ্যোতির্ময় গুহঠাকুরতা এই হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেন।[১] মুক্তিযুদ্ধের সময় ড. গোবিন্দচন্দ্র দেব ও অধ্যাপক জ্যোতির্ময় গুহঠাকুরতাকে পাকিস্তানি সেনাবাহিনী হত্যা করে।
![]() জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয় | |
স্থাপিত | ১৯২১ |
---|---|
প্রাধ্যক্ষ | ড. মিহির লাল সাহা |
শিক্ষার্থী | ২৪৩৬ |
অবস্থান | , ২৩°৪৩′৪৫″ উত্তর ৯০°২৩′৩৯″ পূর্ব / ২৩.৭২৯০৮৮° উত্তর ৯০.৩৯৪২৪২° পূর্ব |
অধিভুক্তি | ঢাকা বিশ্ববিদ্যালয় |
ওয়েবসাইট | ওয়েব পোর্টাল |
![]() |
এই হলে রয়েছে মোট চারটি ভবন। ভবনগুলো হচ্ছে -
- গোবিন্দচন্দ্র দেব ভবন
- সন্তোষচন্দ্র ভট্টাচার্য ভবন
- অক্টোবর স্মৃতি ভবন[৩]
- জোতির্ময় গুহঠাকুরতা ভবন
এছাড়া, আরো নরেশচন্দ্র সেনগুপ্ত ভবন এখন নির্মাণাধীন রয়েছে।

২৫ মার্চ, ১৯৭১সম্পাদনা
১৯৭১ খ্রীস্টাব্দের ২৫ মার্চ মধ্যরাতের পর পাকিস্তানের সেনাবাহিনী ঢাকায় গণহত্যা অভিযান শুরু করে। এর অন্যতম লক্ষ্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। এই অভিযান থেকে জগন্নাথ হলও বাদ পড়েনি। ঐ রাতে জগন্নাথ হলের বহু আবাসিক ছাত্র ও কর্মচারী নিহত হয়।
জগন্নাথ হল ট্র্যাজেডিসম্পাদনা
১৯৮৫ খ্রীস্টাব্দের ১৫ অক্টোবর প্রাচীন জগন্নাথ হলের একটি আবাসিক ভবনের ছাদ ধ্বসে পড়লে সংঘটিত হয় মর্মান্তিক দুর্ঘটনা। এতে প্রাণ হারায় ৩৯ জন ছাত্র, কর্মচারী ও অতিথি। এরপর থেকেই সাংবার্ষিকভিত্তিতে ঐ দিনটি ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস হিসেবে পালন করা হয়।
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ ক খ "Jagannath Hall"। Jagannath Hall Alumni Association of Canada। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৪।
- ↑ "Hall Provosts"। Jagannath Hall Alumni Association, Dhaka University। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৪।
- ↑ "Jagannath Hall tragedy day observed"। The Daily Star। ১৬ অক্টোবর ২০১১। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৪।
বহিঃসংযোগসম্পাদনা
উইকিমিডিয়া কমন্সে জগন্নাথ হল সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |