জঁ-মারি গুস্তাভ ল্য ক্লেজিও
ফরাসি লেখক এবং নোবেল পুরস্কার বিজেতা
জঁ-মারি গুস্তাভ ল্য ক্লেজিও (ফরাসি: Jean-Marie Gustave Le Clézio ঝ়ঁ-মারি গ্যুস্তাভ়্ ল্য ক্লেজ়িও) (জন্ম ১৩ই এপ্রিল, ১৯৪০) একজন ফরাসি সাহিত্যিক। তিনি ত্রিশটিরও বেশি উপন্যাস লিখেছেন। ১৯৬৩ সালে তিনি ল্য প্রোসে-ভের্বাল (Le Procès-Verbal) উপন্যাসের জন্য প্রি রনোদো (Prix Renaudot) এবং ২০০৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "The Nobel Prize in Literature 2008"। Nobelprize.org। সংগ্রহের তারিখ ২০০৮-১০-০৯।