ছোট শিব মন্দির, পুঠিয়া

ছোট শিব মন্দির রাজশাহীর, পুঠিয়া উপজেলার অন্তর্গত একটি প্রাচীন মন্দির এবং এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর তালিকাভুক্ত প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলোর একটি।[১]

ছোট শিব মন্দির
Chota Shiva Temple, Puthia 02.jpg
ছোট শিব মন্দির
সাধারণ তথ্য
অবস্থানমন্দির চত্বর
ঠিকানাপুঠিয়া উপজেলা
শহররাজশাহী
দেশবাংলাদেশ
স্বত্বাধিকারীবাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর

অবস্থানসম্পাদনা

রাজশাহী জেলা সদর হতে ৩২ কিঃ মিঃ উত্তর-পূর্ব দিকে পুঠিয়া রাজবাড়ীর বিশাল মন্দির চত্বরের বেশ কয়েকটি নজরকাড়া প্রাচীন মন্দিরের মধ্যে এটি একটি। [২] মন্দিরটি পাঁচ আনী রাজবাড়ী হতে ৫০ মিটার দক্ষিণে পুঠিয়া-আড়ানী সড়কের পূর্বপাশে অবস্থিত।

অবকাঠামোসম্পাদনা

মন্দিরটি ইট, চুন, সুরকি দিয়ে বর্গাকারে নির্মিত। ছোট আকৃতির এ মন্দিরের একটি মাত্র কক্ষ রয়েছে। মন্দিরের দক্ষিণ দেয়ালে ১টি মাত্র প্রবেশপথ আছে। মন্দিরের কার্নিশগুলো পোড়ামাটির অলংকরণদ্বারা সজ্জিত এবং আংশিক বাঁকানো। এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য ৪.২০ মিটার। এর ৪ কোণে ৪ টি এবং চূড়ায় একটি ফিনিয়েল আছে।

ইতিহাসসম্পাদনা

মন্দিরে কোন শিলালিপি পাওয়া যায়নি। তবে ধারণা করা হয়, এটি ১৮০০ শতকের প্রথম দিকে নির্মিত।

চিত্রশালাসম্পাদনা

আরো দেখুনসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. আলম, মোঃ বাদরুল (২০১৪)। "গোপাল মন্দির"। পুঠিয়ার রাজবংশ ও পুরাকীর্তি। পৃষ্ঠা 21। 
  2. Ittefaq, The Daily। "এই সময়ে পুঠিয়া :: দৈনিক ইত্তেফাক"