গোপাল মন্দির, পুঠিয়া
গোপাল মন্দির রাজশাহীর, পুঠিয়া উপজেলার অন্তর্গত একটি প্রাচীন মন্দির এবং এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর তালিকাভুক্ত প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলোর একটি। এটি রাধাকান্ত মন্দির হিসেবে ও পরিচিত।
গোপাল মন্দির | |
---|---|
ধর্ম | |
অন্তর্ভুক্তি | হিন্দুধর্ম |
জেলা | রাজশাহী জেলা |
অবস্থান | |
অবস্থান | পুঠিয়া |
দেশ | বাংলাদেশ |
স্থানাঙ্ক | ২৪°২১′৪৫″ উত্তর ৮৮°৫০′০৬″ পূর্ব / ২৪.৩৬২৩৯৪° উত্তর ৮৮.৮৩৫০৪° পূর্ব |
অবস্থান
সম্পাদনারাজশাহী জেলা সদর হতে ৩২ কিঃ মিঃ উত্তর-পূর্ব দিকে পুঠিয়া রাজবাড়ির বিশাল চত্বরের বেশ কয়েকটি নজরকাড়া প্রাচীন মন্দিরের মধ্যে এটি একটি। চারআনি মন্দির চত্বরের উত্তর পাশে এর অবস্থান।[১]
অবকাঠামো
সম্পাদনাবড় আহ্নিক মন্দিরের পাশে অবস্থিত আয়তাকার এই মন্দিরের দৈর্ঘ্য ১২.৮০ মিটার ও প্রস্থ ৭.৮০ মিটার। দক্ষিণমুখী এই মন্দিরের উত্তর দিক ব্যতীত অপর তিন দিকে বারান্দা রয়েছে এবং পশ্চিম দিকে দ্বিতীয় তলায় উঠার জন্য সিঁড়ি রয়েছে। এই মন্দিরের দক্ষিণ দিকে ৩টি এবং পূর্ব ও পশ্চিম দিকে একটি করে প্রবেশমুখ রয়েছে। এছাড়া উপর তোলার কক্ষের দক্ষিণ দিকে ৩টি ও পশ্চিম দিকে একটি প্রবেশ পথ রয়েছে। নীচতলায় প্রধান প্রবেশ পথে একটি পোড়ামাটির মূর্তি আছে। তবে পুঠিয়া মন্দির চত্বরের অন্যান্য মন্দিরের মত এই মন্দিরে তেমন কোন অলঙ্করণ চোখে পড়ে না।[২] এর উপর তলার কক্ষটি নিচের তলার কক্ষের চেয়ে বেশ ছোট।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ Ittefaq, The Daily। "এই সময়ে পুঠিয়া :: দৈনিক ইত্তেফাক"।
- ↑ আলম, মোঃ বাদরুল (২০১৪)। "গোপাল মন্দির"। পুঠিয়ার রাজবংশ ও পুরাকীর্তি। পৃষ্ঠা 25।