ছোট মাকড়মার

পাখির প্রজাতি

ছোট মাকড়মার (Arachnothera longirostra) দীর্ঘ ঠোঁটের মধুপায়ী ও মাকড়শাভুক পাখি। এ পাখির ইংরেজি নাম Little Spiderhunter। প্রধানত ভুটান, ব্রুনেই, চীন, কম্বোডিয়া, ভারত, লাওস, মালয়েশিয়া, ফিলিপাইন, মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়াসহ বাংলাদেশের চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং বৃহত্তর সিলেটের চিরসবুজ বনে এদের বিস্তার। সারা পৃথিবীতে ১০ প্রজাতির মাকড়মার পাখি আছে, বাংলাদেশে রয়েছে দু’প্রজাতি। এরা হল দাগি মাকড়মার ও ছোট মাকড়মার।

Arañero chico
A. l. longirostra (Kerala, India)
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: Chordata
শ্রেণী: Aves
বর্গ: Passeriformes
পরিবার: Nectariniidae
গণ: Arachnothera
প্রজাতি: A. longirostra
দ্বিপদী নাম
Arachnothera longirostra
(Latham, 1790)

বৈশিষ্ট্য সম্পাদনা

জলপাই রঙের এই গায়ক পাখির দেহ দৈর্ঘ্য ১৬ সে.মি., ওজন ১৩ গ্রাম, ঠোঁটের দৈর্ঘ্য ৩.৪ সে.মি.। প্রাপ্তবয়স্ক পাখির পুরো পিঠ জলপাই রঙের। লেজ কালচে বাদামি, লেজের আগা সাদা। গাল ধূসরাভাব, গলা সাদা, দেহতলের অবশেষ ফিকে হলুদ। চোখ বাদামি, লম্বা বাঁকানো ঠোঁট শিঙ বাদমি। ছেল ও মেয়ে পাখি দেখতে অভিন্ন। বাংলাদেশের সুলভ আবাসিক পাখি এবং বাংলাদেশ বন্যপ্রাণী আইনে এই পাখি সংরক্ষিত।

এর প্রাকৃতিক আবাসগুলি হলো উপ-ক্রান্তীয় বা গ্রীষ্মমণ্ডলীয় আর্দ্র নিম্নভূমি বন, উপশহর বা গ্রীষ্মমণ্ডলীয় ম্যানগ্রোভ বন এবং উপ-ক্রান্তীয় বা ক্রান্তীয় আর্দ্র মন্টেন বন। এটি সাধারণত ক্যানোপির নিচে পাওয়া যায়। এগুলি উদ্যানেও পাওয়া যায়, বিশেষত ফুলের দ্বারা আকৃষ্ট হয় যা অমৃত ফল দেয়।[২]

সাধারণত একা কিংবা জোড়ায় থাকে। বৃক্ষতলে জন্ম নেয়া লতাগুল্মের ঝোপে এরা খাবার খোঁজে। খাবার তালিকায় আছে ফুলের মধু, মাকড়সা এবং ছোট পোকা। খাবার খোঁজার সময় এরা অবিরতভাবে ডাকে। মে-আগস্ট মাসে কলাপাতা অথবা অন্য কোন বড় পাতার নিচে ছন, ঘাস ও পাত দিয়ে বাসা বানিয়ে ডিম পাড়ে। ডিম বাদামি ছোপসহ পাটকিলে সাদা থেকে স্যামন -বেগুনী। ডিমের সংখ্যা ২-৩টি। উভয় পাখি মিলে ডিমে তা দেয় এবং ছানা পালন করে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Arachnothera longirostra"বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2013.2প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। 2012। সংগ্রহের তারিখ 26 de noviembre de 2013  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. Beehler,B; Raju, KSRK; Ali,Shahid (১৯৮৭)। "Avian use of man-disturbed forest in the Eastern Ghats, India"Ibis129 (2): 197–211। ডিওআই:10.1111/j.1474-919X.1987.tb03201.x