ছিন্ন পত্র

যাত্রিক পরিচালিত ১৯৭২ সালের ভারতীয় বাংলা চলচ্চিত্র

ছিন্ন পত্র হল একটি জনপ্রিয় বাংলা চলচ্চিত্র যা পরিচালনা করেন যাত্রিক[১] এই চলচ্চিত্রটি বিখ্যাত লেখক নীহার রঞ্জন গুপ্ত এর গল্প থেকে নির্মিত।[২] এই চলচ্চিত্রটি ১৯৭২ সালে কলামন্দির আর্টস মুভিজ ব্যানারে মুক্তি পেয়েছিল এবং এই চলচ্চিত্রটিতে সংগীত পরিচালনা করেছিলেন নচিকেতা ঘোষ[৩] এই চলচ্চিত্রটির মুখ্য চরিত্রে অভিনয় করেন উত্তম কুমার, সুপ্রিয়া চৌধুরী, মাধবী মুখোপাধ্যায়, জহর রায়[৩][৪]

ছিন্ন পত্র
পরিচালকতরুণ মজুমদার
দিলীপ মুখোপাধ্যায়
শচীন মুখোপাধ্যায়
যাত্রিক
চিত্রনাট্যকারউমানাথ ভট্টাচার্য
কাহিনিকারনীহার রঞ্জন গুপ্ত
শ্রেষ্ঠাংশেউত্তম কুমার
সুপ্রিয়া চৌধুরী
মাধবী মুখোপাধ্যায়
জহর রায়
সুরকারনচিকেতা ঘোষ
মুক্তি১৩ অক্টোবর ১৯৭২
স্থিতিকাল১৩০ মিনিট
দেশভারত
ভাষাবাংলা

কাহিনী

সম্পাদনা

সারসংক্ষেপ: আশীষ চৌধুরী (উত্তম কুমার) তাঁর বাবা মারা গেছেন জেনে বড় হয়েছেন। তাঁর মার মৃত্যুর ঠিক আগে, তাঁর মা তাঁকে বলেন যে তার বাবা বেঁচে আছেন এবং তাদের পরিত্যাগ করেছিলেন। আশীষ কলকাতায় তাঁর চাকরিতে ফিরে যান। তারপর এক রাতে, বিয়ে থেকে ফিরেছিলেন, তিনি একজনকে হত্যা এবং মহিলাকে অপহরণ হতে দেখেন। খুনের শিকার হলেন আশীষ নিজেই। তিনি জানতে পারেন যে যিনি খুন হন তিনি লখনউয়ের প্রদীপ চৌধুরী এবং তিনি সেখানে গিয়ে ওই ব্যক্তির মৃত্যুর খবর পরিবারকে জানান।

যেমনটি তিনি সন্দেহ করেছিলেন, পিতা অধিপ চৌধুরী তাঁর নিজের বাবা, এখন বয়স এবং অসুস্থতায় দুর্বল, অন্ধ, কিন্তু বিশাল সম্পদের অধিকারী। তিনি তাঁর আসল পরিচয় গোপন রাখেন কিন্তু কিছুদিনের জন্য প্রদীপের জায়গা নিতে তাঁর সৎ মাকে রাজি করান। সেখানে তিনি আরতির (মাধবী) সাথে দেখা করেন যাকে তিনি পছন্দ করেন। তিনি প্রদীপের আত্মীয়, বন্ধু এবং সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ের (দিলীপ মুখোপাধ্যায়) সাথে দেখা করেন, যিনি অধিপ চৌধুরীর ব্যবসা পরিচালনা করেন।

তাঁর সৎ মায়ের অনুরোধে আশীষ ব্যবসার দেখাশোনা শুরু করে এবং জালিয়াতি এবং চুরির একাধিক ঘটনার সম্মুখীন হয়। যখন তিনি সুরজিতের বিরুদ্ধে জাল টানতে শুরু করেন, প্রদীপের স্ত্রী রুমা ঘটনাস্থলে আসেন এবং সুরজিত তাকে সাক্ষ্য দেয় যে আশীষ তার সৎ ভাইয়ের হত্যাকারী।

শ্রেষ্ঠাংশে

সম্পাদনা
  • উত্তম কুমার
  • সুপ্রিয়া চৌধুরী
  • মাধবী মুখোপাধ্যায়
  • অসিতবরণ
  • জহর রায়
  • দিলীপ মুখোপাধ্যায়
  • অনাদি বন্দ্যোপাধ্যায়
  • হারাধন ব্যানার্জী
  • উমানাথ ভট্টাচার্য
  • অপর্ণা দেবী
  • চন্দ্রাবতী দেবী
  • ঊষা দেবী
  • নিলোতপাল দে
  • কমল মিত্র
  • অমরনাথ মুখোপাধ্যায়
  • আনন্দ মুখোপাধ্যায়
  • সাধন সেনগুপ্ত
  • সুব্রত সেনশর্মা
  • গৌর শী

তথ্যসূত্র

সম্পাদনা
  1. FilmiClub। "Chhinnapatra (1972)"FilmiClub (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২৩ 
  2. "Chinnapatra (1972) Bengali Movie-Uttam Kumar-Supruya Devi-Madhabi – Calcutta Tube" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২৩ 
  3. "Chinnapatra (1972)"Indiancine.ma। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২৩ 
  4. "Chinnapatra on Moviebuff.com"Moviebuff.com। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা