ছয় গোস্বামী
ছয় গোস্বামী বলতে বৈষ্ণব ধর্মের সংস্কৃত বিষয়ের সাথে সংশ্লিষ্ট ছয় জন পণ্ডিত, যথা: সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী, রঘুনাথ ভট্ট গোস্বামী ও শ্রীজীব গোস্বামীকে একত্রে বোঝানো হয়ে থাকে। তাঁরা শ্রীচৈতণ্য দেবের সান্নিধ্য লাভ করেছিলেন এবং গৌড়ীয় বৈষ্ণবধর্মের বিকাশে অশেষ অবদান রেখেছেন।
বৃন্দাবন
সম্পাদনাবৈষ্ণব দর্শন ও চর্চার বিষয়ে প্রচুর লেখালেখি করার পাশাপাশি, ছয় গোস্বামী রাধা, কৃষ্ণ এবং গোপীদের সাথে যুক্ত বৃন্দাবনের অনেক প্রাচীন এবং পবিত্র তীর্থ উদ্ধার করার জন্য তাদের উল্লেখযোগ্য সময় উৎসর্গ করেছিলেন। লুপ্ত ভূমির এই অংশগুলি হল সেই স্থান যেখানে রাধা এবং কৃষ্ণ ভাগবত পুরাণে লিপিবদ্ধ ঘটনা অনুসারে পূর্ববর্তী যুগে নির্দিষ্ট লীলা সম্পাদন করেছিলেন। যদিও আর্থিক সম্পত্তি তাদের খুব কমই ছিল, তবুও গোস্বামীগণ এই স্থানগুলির (রাধা ও কৃষ্ণের উপাসনার জন্য উৎসর্গীকৃত) আশেপাশে বেশ কয়েকটি বড় এবং সুসজ্জিত মন্দির নির্মাণের জন্য অনুপ্রাণিত করেছিলেন যা আজও বৃন্দাবন সমাজে ভূমিকা পালন করে।
গোস্বামীগণ
সম্পাদনাষড় গোস্বামীরা হলেন:
- ভ্রাতৃযুগল রূপ গোস্বামী ও সনাতন গোস্বামী
- জীব গোস্বামী (রূপ ও সনাতনের ভ্রাতুষ্পুত্র)।
- রঘুনাথ ভট্ট গোস্বামী
- গোপাল ভট্ট গোস্বামী
- রঘুনাথ দাস গোস্বামী
আরও দেখুন
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- বাংলাপিডিয়ায় - ইংরেজি ভার্সন
- ছয় গোস্বামীর জীবনী[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] - ইংরেজি ভার্সন