চৌরঙ্গী (চলচ্চিত্র)
১৯৬৮ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র
এই নিবন্ধটির একটা বড়সড় অংশ কিংবা সম্পূর্ণ অংশই একটিমাত্র সূত্রের উপর নির্ভরশীল। (জানুয়ারি ২০২০) |
চৌরঙ্গী ১৯৬৮ সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় বাংলা চলচ্চিত্র, যেটি তৈরি করেন পিনাকি ভূষণ মুখোপাধ্যায় এবং মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন উত্তম কুমার, অঞ্জনা ভৌমিক, শুভেন্দু চট্টোপাধ্যায় প্রমুখ শিল্পী। চলচ্চিত্রটি নির্মিত হয়েছিল প্রখ্যাত সাহিত্যিক শংকরের একই নামের উপন্যাসকে নিয়ে।[১]
চৌরঙ্গী | |
---|---|
পরিচালক | পিনাকি ভূষণ মুখার্জী |
প্রযোজক | অসীমা ভট্টাচার্য |
রচয়িতা | মনিশংকর মুখোপাধ্যায় |
চিত্রনাট্যকার | অমল সরকার |
শ্রেষ্ঠাংশে | সুপ্রিয়া দেবী, উত্তম কুমার, উৎপল দত্ত, বিশ্বজিৎ চ্যাটার্জী, শুভেন্দু চট্টোপাধ্যায়, অঞ্জনা ভৌমিক |
সুরকার | অসীমা ভট্টাচার্য |
চিত্রগ্রাহক | দীনেন গুপ্ত |
সম্পাদক | কালী রাহা |
প্রযোজনা কোম্পানি | পম্পি ফিল্মস |
পরিবেশক | পম্পি ফিল্মস |
মুক্তি | ৩০ সেপ্টেম্বর, ১৯৬৮ |
স্থিতিকাল | ১২১ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
অভিনয়শিল্পী
সম্পাদনা- উত্তম কুমার - মি. সত্যসুন্দর বসু
- শুভেন্দু চট্টোপাধ্যায় - শঙ্কর
- সুপ্রিয়া দেবী - মিসেস করবী গুহ
- বিশ্বজিৎ চট্টোপাধ্যায় - অনিন্দ্য পাকড়াশী
- অঞ্জনা ভৌমিক - মিসেস সুজাতা মিত্র
- উৎপল দত্ত - মার্কো পোলো
- ভানু বন্দ্যোপাধ্যায় - নিত্যহরি বাবু
- হারাধন বন্দ্যোপাধ্যায় - জিমি
- সুখেন দাস - গুরবেরিয়া
- বঙ্কিম ঘোষ - মি. আগরওয়াল
- জহর রায় - মি. জুনো
- প্রসাদ মুখোপাধ্যায় - মি. মাধব পাকড়াশী
- দীপ্তি পাল - মিসেস পাকড়াশী
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Chowringhee"। Chennai, India: The Hindu। ২০০৭-০৪-০১। ২০০৯-০৭-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৪-০৫।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে চৌরঙ্গী (ইংরেজি)