চৌধুরী আবদুল্লাহ জহিরউদ্দিন

বাংলাদেশী রাজনীতিবিদ

চৌধুরী আবদুল্লাহ জহিরউদ্দিন (লাল মিয়া নামেও পরিচিত) (১৯০৩–১৯৬৭) ভারতীয় জাতীয় কংগ্রেসমুসলিম লীগের অন্যতম বাঙালি রাজনীতিবিদ।[১]

চৌধুরী আবদুল্লাহ জহিরউদ্দিন
জন্ম১৯০৩
মৃত্যু১৯৬৭
পেশারাজনীতিবিদ

কর্মজীবন সম্পাদনা

আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন লাল মিয়া খিলাফত আন্দোলনে যোগ দেন। এ কারণে ব্রিটিশ সরকার তাঁকে জেলখানায় পাঠায়। লাল মিয়া ১৯৪৩ সালে মুসলিম লীগে যোগদান করেন। ১৯৬৫ সালে পাকিস্তানের কেন্দ্রীয় স্বাস্থ্য, শ্রম ও সমাজকল্যাণ বিষয়ক মন্ত্রী নিয়োজিত হন।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Nūrujjāmāna, Mohāmmada (১৯৬৮-০১-০১)। Who's who (ইংরেজি ভাষায়)। Eastern Publications। পৃষ্ঠা 100। 
  2. Rahman, Syedur (২০১০-০৪-২৭)। Historical Dictionary of Bangladesh (ইংরেজি ভাষায়)। Scarecrow Press। পৃষ্ঠা 66। আইএসবিএন 9780810874534