চেন্নাই এরম্বুর রেলওয়ে স্টেশন
চেন্নাই এরম্বুর (পূর্বে মাদ্রাজ এরম্বুর নামে পরিচিত) (স্টেশন কোড:এমএস) ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাইতে অবস্থিত একটি রেলওয়ে স্টেশন। এরম্বুরের নিকট অবস্থিত, এই স্টেশনটি শহরের চারটি আন্তঃনগর রেলওয়ে প্রান্তিকের মধ্যে একটি; অন্য তিনটি হল চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন, তাম্বারাম রেলওয়ে স্টেশন ও চেন্নাই বিচ রেলওয়ে স্টেশন। স্টেশনটি ১৯০৬-১৯০৮ সালে দক্ষিণ ভারতীয় রেলওয়ে কোম্পানির প্রান্তিক হিসাবে নির্মিত হয়েছিল। গথিক শৈলীতে নির্মিত ভবনটি চেন্নাইয়ের অন্যতম প্রধান নিদর্শন। স্টেশনের প্রধান প্রবেশদ্বারটি গান্ধী-আরউইন রোডে ও পিছনের প্রবেশদ্বারটি পুনামল্লি হাই রোডে অবস্থিত।
চেন্নাই এরম্বুর মাদ্রাজ এরম্বুর | ||
---|---|---|
দ্রুতগামী গণপরিবহন, হালকা রেল, কমিউটার রেল, আঞ্চলিক ট্রেন ও প্রান্তিক স্টেশন | ||
অন্যান্য নাম | ইশুম্বুর স্টেশন | |
অবস্থান | গান্ধী-আরউইন রোড, এরম্বুর, চেন্নাই | |
স্থানাঙ্ক | ১৩°০৪′৪১″ উত্তর ৮০°১৫′৪২″ পূর্ব / ১৩.০৭৮০° উত্তর ৮০.২৬১৬° পূর্ব | |
মালিকানাধীন | রেল মন্ত্রনালয়, ভারতীয় রেলওয়ে | |
লাইন |
| |
প্ল্যাটফর্ম | ১১ | |
রেলপথ | ১১ | |
সংযোগসমূহ |
| |
নির্মাণ | ||
গঠনের ধরন | ভূমিগত আদর্শ স্টেশন | |
পার্কিং | উপলব্ধ | |
প্রতিবন্ধী প্রবেশাধিকার | ||
অন্য তথ্য | ||
স্টেশন কোড | এমএস | |
অঞ্চল | দক্ষিণ রেল | |
বিভাগ | চেন্নাই | |
ইতিহাস | ||
চালু | ১৯০৫ | |
আগের নাম | দক্ষিণ ভারতীয় রেলওয়ে | |
যাতায়াত | ||
যাত্রীসমূহ | ৩,০০,০০০/দিন | |
পরিষেবা | ||
৫০ টি এক্সপ্রেস ট্রেন/দিন ৪০০ টি শহরতলি ট্রেন/দিন ৫০ টি ডেমু পরিষেবা/দিন | ||
অবস্থান | ||
স্টেশনটি দৃশ্যত পুলনি অ্যান্ডির কাছ থেকে ৮৬৭০ টাকায় ক্রয় করা জমিতে নির্মিত হয়েছিল। ভবনটি গম্বুজ ও করিডোর সহ গথিক স্থাপত্যশৈলীতে নির্মিত।[১] এটি চেন্নাই শহরের একটি বিশিষ্ট নিদর্শন। সম্প্রতি এই রেলওয়ে স্টেশনের উদ্ঘাটিত উত্তর দিকের প্রবেশদ্বারটি চেন্নাই শহরের প্রধান সড়ক পুনমাল্লি হাই রোডে অবস্থিত।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Muthiah, S. (২৭ অক্টোবর ২০১২) [19 September 2010]। "Whither this National Library?"। Madras Miscellany (column)। The Hindu। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০২১।