চুলিক্ফা
চাওফা চ্যু-লিক-ফা বা রত্নধ্বজ সিংহ ১৬৭৯ সাল থেকে ১৬৮১ সাল পর্যন্ত আহোম রাজ্য-এর রাজা ছিলেন। গুয়াহাটি এবং নিম্ন আসাম-এর আহোম রাজপ্রতিনিধি লালুকসোলা বরফুকন আগের রাজা চুদৈফাকে সরিয়ে চুলিক্ফাক রাজা করার সময় তাঁর বয়স ছিল মাত্র ১৪ বছর। এই বয়সে রাজা হওয়ার জন্য তাঁর ল'রা রাজা নাম হয়েছিল। তাঁর শাসনকালে লালুকসোলা বরফুকন নানা দুর্ষ্কর্ম করেছিলেন। তার মধ্যে একটি ছিল আহোম রাজবংশ-এর কোঁয়রদের অঙ্গ ক্ষত করা। তুংখুঙীয়া ফৈদ-এর কোঁয়র গদাপাণি পালিয়ে আসলেও তাঁর পত্নী জয়মতীর ওপর চুলিক্ফার সৈন্যরা অমানুষিক অত্যাচার চালায় এবং কুঁয়রী মৃত্যুমুখে পতিত হন। রাজসভার বিবাদে লালুকসোলা বরফুকনের হত্যার পর কলিয়াবরের মন্ত্রীরা ল'রা রাজাকে সরিয়ে যোগ্য একজন কোঁয়রকে রাজা করতে মনস্থ করেন। সেই মর্মে কামরূপ-এর রাণী অঞ্চলে আত্মগোপন করে থাকা গদাপাণিকে এনে রাজা করা হয়। চুলিক্ফাকে নামরূপে নির্বাসন দেওয়া হয় এবং পরে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
চাওফা চ্যু-লিক-ফা | |||||
---|---|---|---|---|---|
চাওফা | |||||
আসামের রাজা | |||||
| |||||
রাজবংশ | ছ্যু ফৈদ , আহোম রাজবংশ | ||||
ধর্ম | আহোম ধর্ম |
পূর্বপুরুষ এবং সিংহারোহণ
সম্পাদনাচুলিক্ফা ছিলেন আহোম রাজ্যের চামগুরীয়া ফৈদর কোঁয়র। তাঁর পূর্বের নাম চারুগোহাঁই। পূর্বের আহোম রাজা চুহুংফা-এর ভাই নারায়ণ টিপাম রাজার তিনি নাতি ছিলেন। ১৬৭৯ সালে আতন বুঢ়াগোঁহাইর সাথে মতবিরোধ হওয়ার পর গুয়াহাটি এবং নিম্ন আসাম-এর আহোম রাজপ্রতিনিধি লালুকসোলা বরফুকন গড়গাঁও-এর রাজসভার চাবিকাঠি হাতে আনতে ষড়যন্ত্র করেন।
তথ্যসূত্র
সম্পাদনা- বরবরুয়া, হিতেশ্বর (১৯৮১)। Ahomor Din। Guwahati: Publication Board of Assam।
- Bhuyan, S K (১৯৫৭)। Atan Burhagohain and his times। Guwahati: Lawyers Book Stall।
- Bhuyan, S K, সম্পাদক (১৯৬৮)। Tunkhungia Buranji (2 সংস্করণ)। Guwahati: Lawyers Book Stall।
- Gait, Edward A (১৯২৬), A History of Assam (2 সংস্করণ), Calcutta
- Gogoi, Padmeswar (১৯৬৮)। The Tai and the Tai Kingdoms। Guwahati: Department of Publications, Gauhati University।