চুয়াডাঙ্গা স্টেডিয়াম
চুয়াডাঙ্গা জেলা স্টেডিয়াম ২০১২ সালে নির্মিত[১] বাংলাদেশের একটি জেলা পর্যায়ের স্টেডিয়াম। স্টেডিয়ামটি চুয়াডাঙ্গা জেলার জাফরপুর-নূরনগর মৌজায়[২][৩] চুয়াডাঙ্গা-ঝিনাইদহ রোডের পাশে অবস্থিত। স্টেডিয়ামটি চুয়াডাঙ্গা জেলার দ্বিতীয় স্টেডিয়াম[৪]। জেলার পুরাতন স্টেডিয়ামটি চুয়াডাঙ্গা রেল স্টেশনের পূর্ব পাশে অবস্থিত। এই স্টেডিয়ামে জেলার বিভিন্ন ক্রীড়া বিশেষ করে ক্রিকেট ও ফুটবল, খেলোয়াড় বাছাই এবং কনসার্ট[৫] অনুষ্ঠিত হয়। বাংলাদেশের অন্যান্য সকল ক্রীড়া ভেন্যুর মতই এই স্টেডিয়ামটি জাতীয় ক্রীড়া পরিষদের অধিভুক্ত ও জেলা ক্রীড়া সংস্থার তত্বাবধায়নে রয়েছে।
অবস্থান | চুয়াডাঙ্গা, বাংলাদেশ |
---|---|
স্থানাঙ্ক | ২৩°৩৭′৩২.০৮″ উত্তর ৮৮°৫১′৩৪.৯৩″ পূর্ব / ২৩.৬২৫৫৭৭৮° উত্তর ৮৮.৮৫৯৭০২৮° পূর্ব |
মালিক | জাতীয় ক্রীড়া পরিষদ |
পরিচালক | চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থা |
ধারণক্ষমতা | ২০,০০০ |
উপস্থিতির রেকর্ড | ৫০,০০০ এর অধিক |
ক্ষেত্রফল | ১৩.৩৬ একর |
উপরিভাগ | ঘাস |
নির্মাণ | |
কপর্দকহীন মাঠ | ২০১২ |
নির্মিত | ২০১২ থেকে ২৭ আগস্ট, ২০১৩ হস্তান্তরঃ জানুয়ারি, ২০১৪ |
নির্মাণ ব্যয় | ৳ ১৭ কোটি ৯০ লাখ |
স্থপতি | জাতীয় ক্রীড়া পরিষদের পরিকল্পনা ও উন্নয়ন শাখা |
সাধারণ ঠিকাদার | মেসার্স আবুল কালাম আজাদ |
ভাড়াটে | |
চুয়াডাঙ্গা ক্রিকেট দল চুয়াডাঙ্গা ফুটবল দল চুয়াডাঙ্গা তীরন্দাজ সংসদ |
ইতিহাস
সম্পাদনা২০১২ সালের প্রথম দিকে নির্মাণ কাজ শুরু করা হয়, ২৭ আগস্ট, ২০১৩ তে নির্মাণ কাজ শেষ হয়[৬][৭]। নির্মাতা প্রতিষ্ঠান মেসার্স আবুল কালাম আজাদ, মার্চ, ২০১৪ তে নবনির্মিত স্টেডিয়ামটি জেলা ক্রীড়া সংস্থার কাছে হস্তান্তর করেন[১]।
বিশেষত্ব ও গঠনকাঠামো
সম্পাদনাস্টেডিয়ামের মাঠ গোলাকার। আন্তর্জাতিক মানের ক্রিকেট ও ফুটবল করার উপযোগী[৮]। গ্যালারী কংক্রিট নির্মিত। তিনতলা বিশিষ্ট ভিআইপি গ্যালারি, ড্রেসিং রুম, প্রেসবক্স, সম্মেলনকক্ষ সহ সাধারণ গ্যালারিসহ আধুনিক স্টেডিয়ামের প্রায় সব সুযোগ-সুবিধা উপলব্ধ রয়েছে[১]।
উল্লেখযোগ্য আয়োজন
সম্পাদনাখেলাধুলা
সম্পাদনা- ২৯ নভেম্বর, ২০১৬ঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৮ ইয়ং টাইগার্স ক্রিকেট টুর্নামেন্টের আঞ্চলিক প্রতিযোগিতা আয়োজন করে[৯][১০]।
- ডিসেম্বর, ২০১৬ঃ জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) ও বাংলদেশ আর্চারী ফেডারেশনের উদ্যোগে এই ভেন্যুতে তীরন্দাজ বাছাই প্রতিযোগিতা হয়েছিল[১১]।
- ৬-২৮, অক্টোবর, ২০১৭ঃ এই স্টেডিয়ামে ২২ দিন ব্যাপী জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় ১৬ দলের মধ্যে চুয়াডাঙ্গা জেলা দল চ্যাম্পিয়ন হয়[১২][১৩]।
কনসার্ট
সম্পাদনাধারণ ক্ষমতা
সম্পাদনাস্টেডিয়ামের গ্যালারীর মোট দর্শক ধারণ ক্ষমতা ১২ হাজার[১]। তবে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের একটি কোয়ার্টার ফাইনাল খেলায় মাঠে ২৫ হাজারের বেশি দর্শক উপস্থিত ছিল[৩][১৫], এই খেলার দিন গ্যালারীতে জায়গা না হওয়ায় দর্শকরা গ্যালারি ছাড়াও মাঠে ঢুকে খেলা দেখে[১৬]।
সমস্যা
সম্পাদনাস্টেডিয়ামটির রক্ষনাবেক্ষণ করার জন্য কোন বরাদ্দ ও লোকবল না থাকায় ব্যবহারের অযোগ্য হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে স্টেডিয়ামের প্যাভিলিয়ন ও গ্যালারির দেয়ালে ফাটল দেখা দিয়েছে। গ্যালারির এক অংশের মাটি সরে গিয়ে সে এলাকায় ঝুঁকি তৈরি হয়েছে। [১৭]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ "প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায় পড়ে আছে নবনির্মিত চুয়াডাঙ্গা জেলা স্টেডিয়াম"। archive.sahos24.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৫।
- ↑ "আগামী ১৬ অক্টোবর নতুন স্টেডিয়াম মাঠে কোটি টাকা ব্যয়ে উন্নয়ন কনসার্ট | Daily"। dailysomoyersomikoron.com। ২০১৯-০৬-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৬।
- ↑ ক খ "স্মরণকালের সব রেকর্ড ভেঙে চুয়াডাঙ্গা স্টেডিয়ামে ফুটবল খেলা দর্শক ভিড়ের নতুন রেকর্ড"। bornomalatv.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "১৭ কোটির স্টেডিয়াম চুয়াডাঙ্গায় | কালের কণ্ঠ"। Kalerkantho। ২০২০-০৭-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৫।
- ↑ ক খ "চুয়াডাঙ্গা | চুয়াডাঙ্গা নতুন স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হবে উন্নয়ন কনসার্ট"। সাম্প্রতিকী ডট কম। ২০১৮-১০-০৮। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "তিন বছরেও উদ্বোধন হলো না চুয়াডাঙ্গা স্টেডিয়ামের"। Dhakatimes News। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৫।
- ↑ "উদ্বোধনের অপেক্ষায় ৩ বছর পার"। আলোকিত বাংলাদেশ। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৫।
- ↑ "কাজ শেষ হওয়ার চার মাস পর ভিত্তিপ্রস্তর"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৭।
- ↑ "চুয়াডাঙ্গায় অনুর্ধ-১৮ ভেন্যুর খেলার উদ্বোধন করলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস টসে জিতেই উদ্বোধনী দিনে ঝিনাইদহ জেলা দলের চমক | Daily"। dailysomoyersomikoron.com। ২০১৯-০৬-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৭।
- ↑ "চুয়াডাঙ্গায় মাশরাফি, তাসকিন"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৭।
- ↑ "বাল্যবিবাহ কিন্তু হয়েই যাচ্ছিল, তারপর..."। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৫।
- ↑ "জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চুয়াডাঙ্গা জেলা"। somoynews.tv। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৭।
- ↑ "জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ভাঙলো মিলন মেলা"। www.eibela.com। ২০১৯-০৬-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৭।
- ↑ "আগামী ১৬ অক্টোবর নতুন স্টেডিয়াম মাঠে কোটি টাকা ব্যয়ে উন্নয়ন কনসার্ট | Daily"। dailysomoyersomikoron.com। ২০১৯-০৬-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৭।
- ↑ "জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল ফাইনালে চুয়াডাঙ্গা"। The Daily Sangram। ২০২০-০৯-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৬।
- ↑ "ফুটবলে মাতোয়ারা চুয়াডাঙ্গা | কালের কণ্ঠ"। Kalerkantho। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৬।
- ↑ "রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে ৬ জেলার স্টেডিয়াম | প্রথম পাতা | The Daily Ittefaq"। archive1.ittefaq.com.bd। ২০১৯-০৬-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৭।
বহিঃসংযোগ
সম্পাদনাচুয়াডাঙ্গা ক্রীড়া সংস্থা ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৭ জুন ২০১৯ তারিখে