চুফক্‌ফা ১৪২২ সাল থেকে ১৪৩৯ সাল পর্যন্ত আহোম রাজ্য শাসন করা স্বর্গদেউ। তিনি রাজা চুজান্‌ফার পুত্র ছিলেন। চুজান্‌ফার মৃত্যুর পরে ১৪২২ সালে রাজ্যপাট পেয়ে তিনি ১৭ বছর রাজ্য শাসন করেন। তাঁর রাজত্বকালের একো উল্লেখনীয় ঘটনা বুরঞ্জীত পাতে নেই।[১] ১৪৩৯ সালে তাঁর মৃত্যুর পরে ছেলে চুচেনফা রাজা হয়।

চাওফা চ্যু-ফক-ফা
চাওফা
আসামের রাজা
রাজত্ব১৪২২ চ্নর থেকে ১৪৩৯ সাল পর্যন্ত
পূর্ণ নাম
চাওফা চ্যু-ফক-ফা
রাজবংশছ্যু ফৈদ , আহোম রাজবংশ
ধর্মআহোম ধর্ম

পাদটিকা সম্পাদনা

  1. (Gait 1926, পৃ. 84)

তথ্যসূত্র সম্পাদনা

  • Gait, E A (১৯২৬)। A History of Assam (2 সংস্করণ)। Calcutta: Thackar, Spink and Co।