চিত্র আলোচনা:নটর ডেম কলেজ, ঢাকা-র প্রতীক.svg

সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ৮ মাস আগে

@Xi Knight, আমার মনে হয় না এটির দরকার রয়েছে। এটির মূলত নটর ডেম কলেজের ওয়েবসাইট যিনি বানিয়েছেন তিনি ওয়েবসাইটে হেডারে দেওয়ার জন্য লোগো পাশে ইংরেজিতে কলেজের তার নাম লিখেছেন। https://ndc.edu.bd/notice-lists থেকে আমি তাদের বিভিন্ন বিজ্ঞপ্তি দেখলাম, কিন্তু কোথাও এটির ব্যবহার দেখলাম না। আফতাবুজ্জামান (আলাপ) ১৭:১৬, ২৮ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

আফতাবুজ্জামান ভাই,
আসলে এই লোগোটা সরাসরি কোনো ডকুমেন্টে ব্যবহার হয় না তা ঠিক। তবে আমি এই লোগোটা নটর ডেম কলেজের বিভিন্ন অনুষ্ঠান আর টিশার্টে ব্যবহার হতে দেখেছি। উদাহরণস্বরূপ আপনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয়হার্ভার্ড বিশ্ববিদ্যালয় একটি ২য় লোগো [১] [২] দেখতে পাবেন, তারা এ লোগোটি তাদের অফিসিয়াল ডকুমেন্ট এ খুব কমই ব্যবহার করে। তবে তাদের ওয়েবসাইটের Header ও Footer এ ঠিকই থাকে। নটর ডেম কলেজের বিষয়টা কিছুটা এমনই বলা যায়। বাংলাদেশেরও কিছু বিশ্ববিদ্যালয়ে আমি এমন দেখেছি যেমন- মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর [৩] এই লোগোটি তাদের ম্যাগাজিন সমূহে আর আনুষ্ঠানিক বিষয়দিতেই শুধু ব্যবহার হতে দেখা যায় আর আছে শুধু তাদের তাদের ওয়েবসাইটের Footer এ। জানি এইটা শুধুমাত্র কলেজ তবে মিশনারি কলেজ হওয়ার পশ্চিমা প্রতিষ্ঠানগুলোর অনেক বিষয় তারা অনুকরণ করে থাকে।
বিষয়টা বিবেচনা করে দয়া করে লোগোটা নিবন্ধে আগের মতো সংযোজন করে দিলে ভালো হয়।
ধন্যবাদ- Xi Knight (আলাপ) ১৯:২৪, ২৮ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
আর আফতাবুজ্জামান ভাই, নটর ডেম কলেজের ওয়েবসাইটে এই লোগোটা অনেক আগে থেকে ব্যবহার হচ্ছে।
[৪] এখানে ২০২০ সালে ওয়েবসাইটটা পাবেন। আমি ২০১৭ সালেও এই লোগো কলেজের ওয়েবসাইটে দেখেছি (যদিও তা web.archive.org এ নেই)। তাই ভাই এই লোগোটা নতুন কিছু না এইটা সরাসরি প্রতিষ্ঠানেরই অংশ। আশা করি আমি বুঝাতে পেরেছি। Xi Knight (আলাপ) ১৯:৪০, ২৮ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@Xi Knight, এটা যদি কলেজ প্রাতিষ্ঠানিকভাবে না ব্যবহার করে তবে আমি এটা যোগের ভালো যুক্তি দেখি না। আর যদি আমরা নিজেদের বানানো যোগ করতে চাই, তবে বাংলা উইকির জন্য Notre Dame College - Dhaka অংশটা বাংলায় লিখে করতে পারি। এই রকম বা এই রকম করে। আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৪০, ২৮ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
এই রকম কিছু বুঝাচ্ছি। আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৪৩, ২৮ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান ভাই বাংলার বিষয়টা ঠিক বলেছেন। তবে কলেজ যে ডিজিটাল মাধমে একবারেই প্রাতিষ্ঠানিকভাবে ব্যবহার করছে না তেমন তো না। ওয়েবসাইট-এ Header আছে, তাই এইটা ঠিক বলা যাচ্ছে না যে নিজেদের বানানো। উপরোন্তু উইকিপিডিয়া:উইকিপ্রকল্প নটর ডেম কলেজ, NDEC Wikipedia Editorial and Research TeamNDEC Wikipedia Editorial and Research Team/Project In Search of the Roots এর মত নটর ডেম কলেজের বিশেষায়িত প্রজেক্টই রয়েছে। তাই সম্ভবনা থেকেই যায় পরবর্তীতে তারা এই লোগোটি সঙ্গত কারণে আবার অরিজিনাল ভার্সনে আপলোড করবেন। তাই আমি নিশ্চিত না যে বাংলার বিষয়টা কতটা যুক্তি সঙ্গত এক্ষেত্রে।
দয়া করে আপনার মতামত জানাবেন।
ধন্যবাদ- Xi Knight (আলাপ) ২০:০৯, ২৮ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@Xi Knight, আপনি যে প্রকল্পগুলির লিঙ্ক দিলেন এগুলি কলেজের কতিপয় ছাত্রের বানানো, তবে ঐ কলেজের প্রাতিষ্ঠানিক বা অফিসিয়াল কোন প্রকল্প না। এই প্রকল্প তৈরিকারীদের অনেকে বাংলা উইকিতে বিভিন্ন কারণে বাধাপ্রাপ্ত। যাইহোক, সেদিকে যাচ্ছি না। আমি আমার মূল মতামত নিচে পয়েন্ট আকারে তুলে ধরি:
১. চিত্র:নটর ডেম কলেজ, ঢাকা-এর লোগো.svg কলেজের মূল লোগো।
২. আলোচ্য চিত্র:নটর ডেম কলেজ, ঢাকা-র প্রতীক.svg কলেজের প্রাতিষ্ঠানিক বা অফিসিয়াল কিনা তা নিশ্চিত নই (হলে তো কথাই ছিল না)। আমি কোথাও অফিসিয়াল কিছুতে দেখিনি। আমার কাছে মনে হচ্ছে এটা যে ঐ ওয়েবসাইট বানিয়েছে তার বানানো। তিনি এইচটিএমএল দিয়ে না লিখে ছবি বানিয়ে বসিয়ে দিয়েছে। https://ndcm.edu.bd/ দেখুন, এখানেও ঐ একই জিনিস আছে তবে তা সাধারণ এইচটিএমএলে টেক্সটে লিখিত (ব্রাউজারে ডেভেলপার টুলে গিয়ে ইনসপেক্ট ক্লিক করে দেখুন)। https://i.imgur.com/s4J0CpL.png
৩. এই কারণেই আমি শুরুতে বলেছি এটা আমাদের ব্যবহারের দরকার নেই। যদি ব্যবহার করতেই হয়, তাহলে আমরা বাংলায় এই রকম (কলেজে স্থাপিত ফলক) বা এই রকম (কলেজের বিজ্ঞপ্তিগুলিতে যেমন থাকে) বানিয়ে ব্যবহার করতে পারি। আফতাবুজ্জামান (আলাপ) ২০:৫০, ২৮ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
আচ্ছা আফতাবুজ্জামান ভাই বুঝলাম। আপনি লোগোটা নিবন্ধে সংযুক্ত করে দেন, আমি Notre Dame College - Dhaka লেখাটা বাংলায় নতুন ভার্সন হিসেবে আপলোড করছি।
ধন্যবাদ- Xi Knight (আলাপ) ২০:৫৯, ২৮ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
আচ্ছা। আফতাবুজ্জামান (আলাপ) ২১:০০, ২৮ অক্টোবর ২০২৩ (ইউটিসি) Xi Knight, করেছি। আফতাবুজ্জামান (আলাপ) ২১:১৮, ২৮ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
"নটর ডেম কলেজ, ঢাকা-র প্রতীক.svg" ফাইলে ফিরুন।