চিটাগাং ভাইকিংস চট্টগ্রাম বিভাগীয় বিপিএলের একটি ফ্র্যাঞ্চাইজি দল। এই দলটি আগে চিটাগাং কিংস নামে ২টি আসরে ছিল, এবং বিপিএলের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে অন্যতম। এই দলটি ডিবিএল গ্রুপ কর্তৃক মালিকানাধীন, যা এসকিউ স্পোর্টস থেকে হস্তান্তরিত হয়। এই দলের নিজস্ব গ্রাউন্ড হল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, তবে, এই দলটি তাদের খেলাগুলো এমএ আজিজ স্টেডিয়ামেও খেলে থাকে। চিটাগাং কিংস বিপিএল আসর ২ এর রানার্স আপ হয়েছিল।[১]

চিটাগাং ভাইকিংস
কর্মীবৃন্দ
অধিনায়কবাংলাদেশ মুশফিকুর রহিম
কোচঅস্ট্রেলিয়া Simon Helmot
মালিকডিবিএল গ্রুপ
দলের তথ্য
শহরচট্টগ্রাম, বাংলাদেশ
রং
প্রতিষ্ঠা২০১২
স্বাগতিক মাঠজহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
ইতিহাস
বিপিএল জয়
দাপ্তরিক ওয়েবসাইটঅফিসিয়াল ওয়েবসাইট

টি২০আই কিট

ইতিহাস সম্পাদনা

মালিকানা হস্তান্তর এবং দল পূণঃগঠন সম্পাদনা

বিপিএলের ২য় আসরের পর, এই দলের মালিকানা ডিবিএল গ্রুপের নিকট হস্তান্তর করা হয়। মালিকানা পরিবর্তনের সাথে দলটির নাম, প্রতিক ও স্কোয়াডও নতুন কমিটি কর্তৃক পরিবর্তিত হয়। এই দলের নাম পরিবর্তন করে রাখা হয় চিটাগাং ভাইকিংস

বর্তমান দল সম্পাদনা

শিরোপা এবং সাফল্য সম্পাদনা

চিটাগাং ভাইকিংসের সেরা সাফল্য তেমন নেই । ২০১৫ বিপিএলের গ্রুপ পর্বে থেকে চিটাগাং ভাইকিংস বিদায় নেয়।

তথ্যসূত্র সম্পাদনা