২০২৫ বাংলাদেশ প্রিমিয়ার লিগ
২০২৫ বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএল সিজন ১১ নামেও পরিচিত, এটি হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ মৌসুম, যা বাংলাদেশের শীর্ষ-স্তরের পেশাদার টি-টোয়েন্টি ক্রিকেট লিগ।[১] লিগটি আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।[২] এটি ৩০ ডিসেম্বর, ২০২৪ শুরু হয়েছে এবং ৭ ফেব্রুয়ারি, ২০২৫ সালে শেষ হয়।[৩] বিপিএল ১১তম আসরে বিজয়ী দল ফরচুন বরিশাল। ২০২২ সালের সেপ্টেম্বরে, বিপিএল গভর্নিং কাউন্সিল সাতটি ফ্র্যাঞ্চাইজি ঘোষণা করেছিল, তারা টুর্নামেন্টে অংশ নিয়েছে।[৪]
![]() | |
তারিখ | ৩০ ডিসেম্বর, ২০২৪ – ৭ ফেব্রুয়ারি, ২০২৫ |
---|---|
তত্ত্বাবধায়ক | বাংলাদেশ ক্রিকেট বোর্ড |
ক্রিকেটের ধরন | টুয়েন্টি২০ |
প্রতিযোগিতার ধরন | ডাবল রাউন্ড-রবিন ও প্লে-অফ |
আয়োজক | বাংলাদেশ |
বিজয়ী | ফরচুন বরিশাল (২য় শিরোপা) |
রানার-আপ | চিটাগাং কিংস |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ৭ |
খেলার সংখ্যা | ৪৬ |
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় | মেহেদী হাসান মিরাজ (খুলনা টাইগার্স) |
সর্বাধিক রান সংগ্রহকারী | মোহাম্মদ নাইম (৫১১) (খুলনা টাইগার্স) |
সর্বাধিক উইকেটধারী | তাসকিন আহমেদ (২৫) (দুর্বার রাজশাহী) |
আনুষ্ঠানিক ওয়েবসাইট | bplt20 |
পটভূমি
সম্পাদনা২০২৫ মৌসুম বিগ ব্যাশ লিগ, এসএ টি-টুয়েন্টি ও ইন্টারন্যাশনাল লিগ টি২০-এর সাথে সাংঘর্ষিক সময়ে হবে।
২০২৪ সালের সেপ্টেম্বরে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা স্বত্ব অধিগ্রহণ করে শাকিব খানের রিমার্ক-হারল্যান গ্রুপ।[৫]পরবর্তীতে এর নাম পরিবর্তন করে ঢাকা ক্যাপিটালস করা হয়।[৬] কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পরিবর্তে আসে দুর্বার রাজশাহী। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের নাম পরিবর্তন করে রাখা হয় চিটাগাং কিংস।[৭] ১৪ অক্টোবর ২০২৪ তারিখে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়।[৮]
প্লেয়ার্স ড্রাফট
সম্পাদনা২০২৪ সালের ২৪ অক্টোবর রাজধানী ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়। প্লেয়ার্স ড্রাফটে পছন্দের খেলোয়াড়দের দলে ভিড়িয়েছে সাতটি ফ্রাঞ্চাইজি। তবে দলগুলো চাইলে ড্রাফটের বাইরে থেকেও দলের জন্য ক্রিকেটার কিনতে পারবে।
থিম, মাসকট ও থিম গান
সম্পাদনাথিম
সম্পাদনাবিপিএল ২০২৫ এর থিম হলো "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই"। জুলাই বিপ্লবকে স্বীকৃতি দেয়া হয়েছে এর মাধ্যমে।
থিম গান
সম্পাদনাএই আসরে বিপিএলের গানের শিরোনাম হলো :
“ | এলো বিপিএল | ” |
গানটিতে গায়ক হিসেবে ছিলেন আওয়াজ উডা গানের গায়ক র্যাপার হান্নান হোসেন শিমুল ও অন্যান্যরা। কয়েকটি লাইন লিখেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস।[৯]
মাসকট
সম্পাদনাএই আসরে বিপিএলের মাস্কট হলো ডানা ৩৬। এটি ২০২৪-এর কোটা সংস্কার আন্দোলনের শহীদ আবু সাঈদ-এর অনূপ্রেরণায় তৈরি করা হয়েছে।[১০] এটি হাত প্রসারিত একটি পায়রা, যা শান্তি, ঐক্য এবং সৌহার্দ্যের প্রতীক। মাসকটের "৩৬" সংখ্যা দিয়ে ৩৬ জুলাই কে চিহ্নিত করা হয়েছে যা একটি অবাস্তব তারিখ।তারিখটি মূলত ৫ আগস্টকে নির্দেশ করে যেদিন স্বৈরাচারী শাসক শেখ হাসিনা ছাত্র-জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান।
উদ্বোধনী মিউজিজ ফেস্ট
সম্পাদনাউদ্বোধনী মিউজিক ফেস্টের নাম "Celebrating The Festival Of Youth" যা ঢাকা, সিলেট ও চট্টগ্রামে যথাক্রমে ২৩, ২৫ ও ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়।
ঢাকা ফেস্টে, রাহাত ফাতেহ আলী খান, রায়েফ আল হাসান রাফা, জেফার, মুজা, সঞ্জয় ও র্যাপার হান্নান হোসেন শিমুল গান পরিবেশনা করেন। মাইলস ব্যান্ডও এতে যোগ দেয়।
সিলেট ফেস্টে, জেমস তার ব্যান্ড নগর বাউল ব্যান্ড নিয়ে পরিবেশনা করে। সাথে আসিফ আকবর, মুজা, সঞ্জয়, ও তসিবা এতে যোগ দেয়।
চট্টগ্রাম ফেস্টে হাবিব ওয়াহিদ, ফুয়াদ আল মুকতাদির তার ব্যান্ড ফুয়াদ এন্ড ফ্র্যান্ডস, রায়েফ আল হাসান রাফা,মুজা এন্ড সঞ্জয় এতে যোগ দেয়।
দল
সম্পাদনাদলীয় সদস্য
সম্পাদনাভেন্যু
সম্পাদনাচট্টগ্রাম | ঢাকা | সিলেট |
---|---|---|
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম | শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম | সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম |
ক্ষমতা: ২০,০০০ | ক্ষমতা: ২৬,০০০ | ক্ষমতা: ১৮,৫০০ |
ম্যাচ: | ম্যাচ: | ম্যাচ: |
লিগ পর্যায়
সম্পাদনাপর্ব ১ (ঢাকা)
সম্পাদনাপরিসংখ্যান
সম্পাদনাসর্বাধিক রান
সম্পাদনা- ৭ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত হালনাগাদকৃত।
রান | খেলোয়াড় | দল | ইন | গড় | সর্বোচ্চ |
---|---|---|---|---|---|
৫১১ | মোহাম্মদ নাইম | খুলনা টাইগার্স | ১৪ | ৪২.৫৮ | ১১১* |
৪৮৫ | তানজিদ হাসান | ঢাকা ক্যাপিটালস | ১২ | ৪৪.৯ | ১০৯ |
৪৩১ | গ্রাহাম ক্লার্ক | চিটাগাং কিংস | ১৪ | ৩০.৭৮ | ১০১ |
৪১৩ | তামিম ইকবাল | ফরচুন বরিশাল | ১৪ | ৩৭.৫৪ | ৮৬* |
৩৯২ | এনামুল হক | দুর্বার রাজশাহী | ১২ | ৩৯.২০ | ১০০* |
- তথ্যসূত্র: ESPNCricinfo
সর্বোচ্চ স্কোর
সম্পাদনা- ৭ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত হালনাগাদকৃত।
রান | খেলোয়াড় | দল | বিপক্ষ | তারিখ |
---|---|---|---|---|
১২৫* | লিটন দাস | ঢাকা ক্যাপিটালস | দুর্বার রাজশাহী | ১৩ জানুয়ারি ২০২৫ |
১২৩ | উসমান খান | চিটাগাং কিংস | ৩ জানুয়ারি ২০২৫ | |
১১৩* | অ্যালেক্স হেলস | রংপুর রাইডার্স | সিলেট স্ট্রাইকার্স | ৬ জানুয়ারি ২০২৫ |
১১১* | মোহাম্মদ নাইম | খুলনা টাইগার্স | রংপুর রাইডার্স | ৩০ জানুয়ারি ২০২৫ |
১০৮* | তানজিদ হাসান | ঢাকা ক্যাপিটালস | দুর্বার রাজশাহী | ১২ জানুয়ারি ২০২৫ |
- তথ্যসূত্র: ESPNCricinfo
সর্বোচ দলীয় স্কোর
সম্পাদনা- ৭ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত হালনাগাদকৃত।
স্কোর | টিম | বিপক্ষ | ফলাফল | তারিখ |
---|---|---|---|---|
২৫৪/১ (২০) | ঢাকা ক্যাপিটালস | দুর্বার রাজশাহী | ১৪৯ রানে জয়ী | ১২ জানুয়ারি ২০২৫ |
২২০/৪ (২০) | খুলনা টাইগার্স | রংপুর রাইডার্স | ৪৬ রানে জয়ী | ৩০ জানুয়ারি ২০২৫ |
২১৯/৫ (২০) | চিটাগাং কিংস | দুর্বার রাজশাহী | ১০৫ রানে জয়ী | ৩ জানুয়ারি ২০২৫ |
২১০/৪ (১৯) | রংপুর রাইডার্স | সিলেট স্ট্রাইকার্স | ৮ উইকেটে জয়ী | ৬ জানুয়ারি ২০২৫ |
২০৯/৪ (২০) | খুলনা টাইগার্স | দুর্বার রাজশাহী | ৭ রানে জয়ী | ১৯ জানুয়ারি ২০২৫ |
- তথ্যসূত্র: ESPNCricinfo
সর্বাধিক উইকেট
সম্পাদনা- ৭ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত হালনাগাদকৃত।
উইকেট | খেলোয়াড় | দল | ইন | ওভস | বি.বি.আই |
---|---|---|---|---|---|
২৫ | তাসকিন আহমেদ | দুর্বার রাজশাহী | ১২ | ৪৬.২ | ৭/১৯ |
২০ | আকিব জাভেদ | রংপুর রাইডার্স | ১১ | ৪১.৩ | ৪/৩২ |
ফাহিম আশরাফ | ফরচুন বরিশাল | ১১ | ৩৯.০ | ৫/৭ | |
খালেদ আহমেদ | চিটাগাং কিংস | ১৪ | ৫০.৫ | ৪/৪১ | |
১৭ | আবু হায়দার | খুলনা টাইগার্স | ১০ | ৩৭.৩ | ৪/৪৪ |
খুশদিল শাহ | রংপুর রাইডার্স | ৯ | ২৮.০ | ৩/১৮ |
- তথ্যসূত্র: ESPNCricinfo
বাউন্ডারি
সম্পাদনা- ৭ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত হালনাগাদকৃত।
এই মৌসুমে মোট ৪ | ১১৬৮ |
---|---|
সর্বাধিক ৪ | তামিম ইকবাল (ফরচুন বরিশাল) (৫১) |
এই মৌসুমে মোট ৬ | ৭১৫ |
সর্বাধিক ৬ | তানজিদ হাসান (ঢাকা ক্যাপিটালস) (৩৬) |
- তথ্যসূত্র: Cricbuzz
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "General Guidelines: 9th, 10th and 11th season of Bangladesh Premier League" (পিডিএফ)। Bangladesh Cricket Board। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০২৩।
- ↑ "BCB to sell BPL franchise rights for 3 years"। The Daily Observer। সংগ্রহের তারিখ ২০২৩-১২-১৫।
- ↑ https://www.facebook.com/rtvonline। "চূড়ান্ত হলো বিপিএলের দিনক্ষণ"। RTV Online। সংগ্রহের তারিখ ২০২৪-১০-৩১।
- ↑ "BPL announces seven franchises for 2023-25 | Sports"। BSS। সংগ্রহের তারিখ ২০২৩-১২-১৫।
- ↑ "Shakib Khan's Remark-Herlan acquires Dhaka franchise for upcoming BPL"। The Business Standard (ইংরেজি ভাষায়)। ২০২৪-০৮-১৭। সংগ্রহের তারিখ ২০২৫-০২-০৭।
- ↑ "Shakib Khan reveals very own team, Dhaka Capitals"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০২৪-১০-০২। সংগ্রহের তারিখ ২০২৫-০২-০৭।
- ↑ "BPL primer: Chittagong Kings back, Comilla Victorians out, Rangpur Riders flying high"। ESPN.com (ইংরেজি ভাষায়)। ২০২৪-১২-২৮। সংগ্রহের তারিখ ২০২৫-০২-০৭।
- ↑ Correspondent, Sports (২০২৪-১০-১৪)। "BPL 2025: How the squads look like after players' draft"। Prothomalo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০২-০৭।
- ↑ Channel24। "বিপিএলের থিম সং প্রকাশ, কয়েকটি লাইন লিখেছেন ড. ইউনূস"। Channel 24 (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০২-০৭।
- ↑ "তারুণ্যের উৎসবে বিপিএল ওড়াবে 'ডানা ৩৬'"।