চার্লস জন পেডারসেন
মার্কিন জৈব রসায়নবিজ্ঞানী
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। |
চার্লস জন পেডারসেন একজন মার্কিন জৈব রসায়নবিজ্ঞানী। তিনি ১৯৮৭ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।
চার্লস জন পেডারসেন | |
---|---|
জন্ম | বুসান, কোরিয়া | ৩ অক্টোবর ১৯০৪
মৃত্যু | ২৬ অক্টোবর ১৯৮৯ নিউ জার্সি, USA | (বয়স ৮৫)
জাতীয়তা | মার্কিন |
কর্মক্ষেত্র | জৈব রসায়ন |
প্রতিষ্ঠান | DuPont |
প্রাক্তন ছাত্র | ্ডেটন বিশ্ববিদ্যালয়, ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অব টেকনোলজি |
উল্লেখযোগ্য পুরস্কার | রসায়নে নোবেল পুরস্কার (১৯৮৭) |
জীবনীসম্পাদনা
পেডারসেন ডেটন বিশ্ববিদ্যালয় থেকে রাসায়নিক প্রকৌশলে ব্যাচেলর্স ডিগ্রি অর্জন করেন। তিনি ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে জৈব রসায়নে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯২৭ সালে ডুপন্টে যোগদান করেন। তিনি এখানে ৪২ বছর কর্মরত ছিলেন। তিনি এখানে ২৫টি গবেষণাপত্র প্রকাশ করেন এবং ৬৫টি প্যাটেন্টের অধিকারী হন।