চায়কুর রিজেস্পোর
চায়কুর রিজে গেঞ্চিক ভে স্পোর কুলুবু দেরনেয়ি (তুর্কি: Çaykur Rizespor; এছাড়াও চায়কুর রিজেস্পোর কুলুবু অথবা শুধুমাত্র চায়কুর রিজেস্পোর নামে পরিচিত) হচ্ছে রিজে ভিত্তিক একটি তুর্কি পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে তুরস্কের শীর্ষ স্তরের ফুটবল লিগ সুপার লিগে খেলে। এই ক্লাবটি ১৯৬৩ সালের ১৯শে মে তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। চায়কুর রিজেস্পোর তাদের সকল হোম ম্যাচ রিজের ইয়েনি রিজে শেহির স্টেডিয়ামে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১৫,৫৫৮।[২] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন স্তিয়েপান তোমাস এবং সভাপতির দায়িত্ব পালন করছেন হাসান কারতাল। তুর্কি মধ্যমাঠের খেলোয়াড় আব্দুল্লাহ দুরাক এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
পূর্ণ নাম | চায়কুর রিজে গেঞ্চিক ভে স্পোর কুলুবু দেরনেয়ি[১] | |||
---|---|---|---|---|
ডাকনাম | কারাদেনিজ আতমাজাসি (কৃষ্ণ সাগরের বাজপাখি) | |||
সংক্ষিপ্ত নাম | রিজেস্পোর | |||
প্রতিষ্ঠিত | ১৯ মে ১৯৫৩ | |||
মাঠ | ইয়েনি রিজে শেহির স্টেডিয়াম | |||
ধারণক্ষমতা | ১৫,৫৫৮ | |||
মালিক | চায়কুর | |||
সভাপতি | হাসান কারতাল | |||
প্রধান কোচ | স্তিয়েপান তোমাস | |||
লিগ | সুপার লিগ | |||
২০১৯–২০ | ১৫তম | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
লিগে অংশগ্রহণ
সম্পাদনা- ১৯৭৯–৮১, ১৯৮৫–৮৯, ২০০০–০২, ২০০৩–০৮, ২০১৩–বর্তমান
- ১৯৭৪–৭৯, ১৯৮১–৮৫, ১৯৮৯–৯৩, ১৯৯৪–০০, ২০০২–০৩, ২০০৮–১৩
- ১৯৬৮–৭৪, ১৯৯৩–৯৪
তথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট (তুর্কি)